ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সবধরনের ফুটবলকে বিদায় কোম্পানির

প্রকাশিত: ২৩:৫৪, ১৮ আগস্ট ২০২০

সবধরনের ফুটবলকে বিদায় কোম্পানির

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৯ সালে বেলজিয়াম জাতীয় দলকে বিদায় বলার পর এবার ক্লাব ফুটবল থেকেও তল্পিতল্পা গুছিয়ে নিয়েছেন ভিনসেন্ট কোম্পানি। তারকা এই ডিফেন্ডার সোমবার সবধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৪ বছর বয়সী সাবেক এই সেন্টারব্যাক এখন থেকে নিজের ক্যারিয়ারের প্রথম ক্লাব আন্ডারলেচটের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। চার বছরের জন্য ক্লাবটির কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন কোম্পানি। ২০০৮ সালে যোগ দিয়ে কোম্পানি মূলত হয়ে যান ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ঘরের ছেলে। ক্লাবটির হয়ে ২০১৯ সাল পর্যন্ত খেলেছেন। সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬০ ম্যাচ খেলেছেন। ডিফেন্ডার হওয়ার পরও করেছেন ২০টি গোলও। ট্রফি জিতেছেন ১০টি। সিটিতে ঝলমলে ক্যারিয়ারে চারটি প্রিমিয়ার লীগ শিরোপা, দুটি এফএ কাপ, চারটি লীগ কাপ জিতেছেন কোম্পানি। আক্ষেপ একটাই, সিটির চ্যাম্পিয়ন্স লীগ শিরোপার খরা কাটাতে পারেননি। ম্যানসিটিতে ১১ বছর খেলার পর গত বছরের মে মাসে খেলোয়াড় কাম কোচ হিসেবে কোম্পানি যোগ দেন এ্যান্ডারলেচটে।
×