ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ॥ রাতে সেমিতে মুখোমুখি লাইপজিগ-পিএসজি

প্রকাশিত: ২৩:৫৪, ১৮ আগস্ট ২০২০

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ॥ রাতে সেমিতে মুখোমুখি লাইপজিগ-পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে জার্মান ক্লাব আরবি লাইপজিগ ও ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। পর্তুগালের লিসবনে বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হবে ম্যাচটি। বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলবে ফরাসী ক্লাব অলিম্পিক লিঁও। দীর্ঘ ২৫ বছর পর চ্যাম্পিয়ন্স লীগের সেরা চারে উঠে এসেছে পিএসজি। প্যারিসের পরাশক্তিরা এবার ফাইনাল খেলতে মুখিয়ে আছে। অন্যদিকে রূপকথার জন্ম দিয়ে লাইপজিগ তাদের ইতিহাসে প্রথমবার সেমিতে নাম লিখিয়েছে। দলটিও স্বপ্ন বুনছে ফাইনাল মঞ্চে খেলার। মাত্র ১১ বছর আগে প্রতিষ্ঠিত লাইপজিগ ২০১৬ সালে প্রথমবারের মতো জার্মানির শীর্ষ লীগে খেলার যোগ্যতা অর্জন করে। অল্প সময়ের মধ্যে চ্যাম্পিয়ন্স লীগের শেষ চারে পৌঁছে ইতিহাসের জন্ম দিয়েছে কোচ জুলিয়ান নাগেলসমানের দল। ২০০৯ সালে নতুন রূপে নতুন মালিকানায় যাত্রা শুরু করা লাইপজিগ পঞ্চম বিভাগ থেকে ৯ বছরের মধ্যে জার্মানির শীর্ষ লীগে উঠে আসে ২০১৬ সালে। সদ্য শেষ হওয়া ২০১৯-২০ মৌসুমে বুন্দেসলিগায় তৃতীয় স্থান লাভ করা ক্লাবটি চার বছরের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লীগে খেলতে এসে প্রথমবার নকআউটে উঠেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। সাফল্যের ক্ষুধা পেয়ে বসা দলটির দৃষ্টি এখন ফাইনালে। সেমির লড়াইয়ের আগে বড় একটা ধাক্কা খেয়েছে পিএসজি। উরুর চোটে লাইপজিগের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না দলটির প্রথম পছন্দের গোলরক্ষক কেইলর নাভাস। কোয়ার্টার ফাইনালে আটালান্টার বিরুদ্ধে ২-১ গোলে জেতা ম্যাচের ৭৯ মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন কোস্টারিকান এই গোলরক্ষক। নাভাসের অনুপস্থিতিতে পিএসজির পোস্ট সামলাবেন সার্জিও রিকো। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে মাত্র ৯ ম্যাচে খেলেছেন এই স্প্যানিশ গোলরক্ষক। আটালান্টার বিরুদ্ধে ম্যাচেও নাভাস উঠে গেলে শেষ কয়েক মিনিট খেলেছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার সেমিফাইনাল খেলতে যাচ্ছে পিএসজি। প্রথমবার তারা খেলেছিল ১৯৯৫ সালে।
×