ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম ধাপের পরীক্ষায় করোনা নেগেটিভ যুবারা

প্রকাশিত: ২৩:৫৩, ১৮ আগস্ট ২০২০

প্রথম ধাপের পরীক্ষায় করোনা নেগেটিভ যুবারা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৩ আগস্ট অনুর্ধ-১৯ ক্রিকেটারদের নিয়ে আবাসিক অনুশীলন ক্যাম্প শুরু হবে। ২০২২ বিশ্বকাপের জন্য নতুন যুব দল গড়তে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ৪ সপ্তাহের আবাসিক ক্যাস্প আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যাম্পের জন্য ইতোমধ্যেই ৩ গ্রুপে মোট ৪৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। ক্যাম্প শুরুর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডাক পাওয়া যুবা ক্রিকেটারদের করোনাভাইরাস টেস্ট শুরু হয়েছে রবিবার। প্রথম ধাপে ১৫ ক্রিকেটার ও ১২ জন সাপোর্টিং স্টাফের করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই টেস্টের ফলাফলে নেগেটিভ হয়েছেন তারা সবাই। আজ ও বৃহস্পতিবার আরও ৩৮ জনের নমুনা নেয়া হবে। বিসিবি জানিয়েছে ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ মিলিয়ে মোট ৬৫ জনের নমুনা নেয়া হবে করোনা টেস্টের জন্য। রবিবার প্রথমদিন মিরপুরের ক্রীড়াপল্লীতে বিসিবির মেডিক্যাল বিভাগ ১৫ ক্রিকেটার ও ১২ কোচিং স্টাফের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। সেই ফলাফল সোমবারই জানা গেছে। বিসিবির প্রধান চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, প্রথম ধাপে নমুনা দেয়া সকলেই কোভিড-১৯ নেগেটিভ হয়েছেন। তাই তাদের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে আর কোন সমস্যা থাকল না। এই সময়ের মধ্যে তারা নিজেদের মধ্যে ৮টি প্রস্তুতি ম্যাচ খেলবে। ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফদের মধ্যে কেউ কোভিড-১৯ পজিটিভ প্রমাণিত হলে বিসিবির ব্যবস্থাপনায় আইসোলেশনে রাখা হবে। পরবর্তীতে কোভিড-১৯ নেগেটিভ হলে তবেই সেই ক্রিকেটার বা কর্মকর্তা এই ক্যাম্পে যোগ দিতে পারবেন।
×