ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ষষ্ঠ শিরোপার সুবাস পাচ্ছে সেভিয়া এফসি

প্রকাশিত: ২৩:৫২, ১৮ আগস্ট ২০২০

ষষ্ঠ শিরোপার সুবাস পাচ্ছে সেভিয়া এফসি

স্পোর্টস রিপোর্টার ॥ তিন বছর পর আবারও উয়েফা ইউরোপা লীগ ফুটবলের ফাইনাল মঞ্চে উঠে এসেছে সেভিয়া। রবিবার রাতে ২০১৯-২০ মৌসুমের প্রথম সেমিফাইনালে স্প্যানিশ ক্লাব সেভিয়া ২-১ গোলে হারিয়েছে ইংলিশ পরাশক্তি ও ২০১৭ আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে। জার্মানির কোলনে অনুষ্ঠিত ম্যাচে রেফারির বাজে সিদ্ধান্তে পিছিয়ে পড়লেও দারুণভাবে ম্যাচে ফিরে আসে সেভিয়া। শেষ পর্যন্ত দুর্দান্ত জয়ে টুর্নামেন্টে রেকর্ড সর্বোচ্চ ছয়বার ফাইনালের টিকেট কেটেছে স্প্যানিশ ক্লাবটি। এর আগে পাঁচবার ফাইনাল খেলে প্রতিবারই শিরোপার স্বাদ পেয়েছে সেভিয়া। এর মধ্যে ২০০৬ ও ২০০৭ সালে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এরপর ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে ফাইনালে উঠতে না পারলেও এবার আবারও সেরার মঞ্চে উঠে এসেছে সেভিয়া। ইতিহাস বলছে, এবার তাদের ষষ্ঠ শিরোপা জয় সময়ের ব্যাপার মাত্র। ম্যাচের নবম মিনিটে পর্তুগীজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি থেকে গোল করে ম্যানইউকে এগিয়ে নেন। এটি রেড ডেভিলসদের হয়ে তার অষ্টম পেনাল্টি। আর মৌসুমে ম্যানইউর মোট ২২তম পেনাল্টি। ২৬ মিনিটে ম্যাচে সমতা ফেরায় সেভিয়া। রিয়াল মাদ্রিদ থেকে ধারে খেলতে আসা লেফটব্যাক সার্জিও রিগুইলোনের ক্রস থেকে লিভারপুলের সাবেক উইঙ্গার সুসো ফার্নান্দেজ গোল করেন। দর্শকশূন্য মাঠে সেভিয়া পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে। এরই ধারাবাহিকতায় ৭৮ মিনিটে বদলি খেলোয়াড় হল্যান্ডের লুক ডি জংয়ের গোলে সাবেক চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়। এই হারে এবারের মৌসুমে তিনটি আসরের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার বাজে রেকর্ড গড়েছে ম্যানইউ। এর আগে লীগে কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি ও এফএ কাপের সেমিফাইনালে চেলসির কাছে হেরেছিল দলটি। এর ফলে নিশ্চিত হয়েছে টানা তিন বছর দলটির শোকেসে যোগ হচ্ছে না কোন ট্রফি। স্বাভাবিকভাবেই এমন হারে হতাশ রেড ডেভিলস পরিবার। এখন থেকেই দলটি আগামী মৌসুমের দল নিয়ে ভাবতে শুরু করেছে। দলটির কোচ ওলে গানার সোলসজায়ের বলেন, দল অবশ্যই শক্তিশালী করতে হবে। দীর্ঘ মৌসুম আমাদের সামনে অপেক্ষা করছে। আমি জানি না ট্রান্সফার প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে। কিন্তু আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। যত দ্রুত সম্ভব আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এ জন্য শতভাগ নিশ্চিত হওয়াটা জরুরী। অন্যদিকে সেভিয়া ইউরোপা লীগের নকআউট পর্বে শেষ ২৬ ম্যাচেই ২৫টিতেই জয়লাভ করার অনন্য রেকর্ড গড়েছে। এখন ষষ্ঠবারের মতো শিরোপা ঘরে তোলার ব্যাপারে দলটি ভীষণ আশাবাদী। সেভিয়া কোচ জুলেন লোপেটেগুই বলেন, গত কয়েক বছরে এটাই ম্যানইউর সেরা দল ছিল। তাছাড়া ইংল্যান্ডের দল হওয়ায় আমাদের জন্য ম্যাচটা আরও বেশি কঠিন হয়ে উঠেছিল। ফাইনালের জন্য এখন আমরা মুখিয়ে আছি। এ জন্য আমাদের যথাযথ প্রস্তুতি নিতে হবে। ২০১৮ সালে বিশ্বকাপ শুরু হওয়ার আগ মুহূর্তে রিয়াল মাদ্রিদের কোচের পদ নিশ্চিত করার কারণে স্পেন জাতীয় দল থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল লোপেটেগুইকে। যে কারণে গত দুই বছর বেশ কঠিন সময় পার করেছেন তিনি। কিন্তু সেভিয়ার পুনর্জাগরণে তার ভূমিকা অনস্বীকার্য। ক্লাব রেকর্ড টানা ২০ ম্যাচে তার দল অপরাজিত আছে। এক সময়ের পরাক্রমশালী ম্যানইউ নিজেদের ক্লাব ইতিহাসে ৩১ বছরের মধ্যে সবচেয়ে বাজে সময় পার করছে। গত তিন দশকে এত দীর্ঘ সময় ট্রফিবিহীন থাকেনি ম্যানইউ। দলটি ২০১৬-১৭ মৌসুমে সর্বশেষ ট্রফি জয়ের স্বাদ পেয়েছে। পরপর তিন মৌসুম শিরোপা না জেতার এমন অভিজ্ঞতা ম্যানইউ সর্বশেষ পেয়েছে ১৯৮৯ সালে। ১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত শিরোপার দেখা না পাওয়া দলটিকে তারপর ইউরোপের সেরার আসনে অধিষ্ঠিত করেছিলেন কিংবদন্তি কোচ স্যার এ্যালেক্স ফার্গুসন। কিন্তু স্যার ফার্গির বিদায়ের পর আবারও পতনের চূড়ান্ত পর্যায়ে আছে রেড ডেভিলসরা।
×