ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা সফরে ভাল করার সুযোগ দেখছেন তিনি

প্রকাশিত: ২৩:৫২, ১৮ আগস্ট ২০২০

শ্রীলঙ্কা সফরে ভাল করার সুযোগ দেখছেন তিনি

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘদিন বন্ধ ছিল বাংলাদেশের ক্রিকেট কর্মকা-। তবে ৪ মাস পর অনেকেই একক অনুশীলনে ফিরেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে। ঈদের পর দ্বিতীয় ধাপে যোগ দিয়েছেন আরও অনেক ক্রিকেটার। প্রায় সকলেই দীর্ঘ সময় পর মাঠে ফিরে একটু রানিং করতে গিয়েই হাঁপিয়েছেন, কারও কারও ব্যাটিং-বোলিং করতে সমস্যা হয়েছে। এ দুই ধাপে ছিলেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বাঁহাতি এ ওপেনার পেটের পীড়ার চিকিৎসা শেষে রবিবার থেকে শুরু হওয়া তৃতীয় ধাপের একক অনুশীলনে যোগ দিয়েছেন। তিনি দাবি করেছেন ব্যাটিং কিংবা রানিং করতে গিয়ে তেমন সমস্যা হয়নি তার। কিছুদিন আগে বিসিবির মনোবিদ ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে যে পরামর্শ দিয়েছেন তা দারুণ কাজে লেগেছে। শ্রীলঙ্কা সফরে ৩ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। এর আগে ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত হওয়া জরুরী বলে মনে করেন তামিম। লম্বা বিরতি দিয়ে ক্রিকেটে ফিরলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ কিছু করার ভাল সুযোগও দেখছেন তিনি। সোমবার দ্বিতীয়দিনের অনুশীলন শেষে এসব মন্তব্য করেছেন তামিম। বড় রকমের ইনজুরি ছাড়া কোন পেশাদার ক্রিকেটারই টানা এতগুলো দিন মাঠের বাইরে থাকেন না। কিন্তু সংক্রামক ব্যাধি করোনাভাইরাসের প্রভাব এবার বাধ্য করে ক্রিকেটারদের গৃহবন্দী থাকতে। এ সময় বাংলাদেশের ক্রিকেটাররা বিসিবির গাইডলাইন মেনেছেন, পরামর্শ অনুসারে খাদ্যাভ্যাস বজায় রেখে শরীর ফিট রাখতে ঘরেই অনুশীলন চালিয়ে গেছেন। কিন্তু মাঠের অনুশীলনের সঙ্গে সে সবের আকাশ-পাতাল ব্যবধান তা বোঝা গেছে ৪ মাসেরও বেশি সময় পর একক অনুশীলনে ফেরার পর। এমনকি সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার মুশফিকুর রহিমও হাঁপিয়েছেন প্রথমদিকে রানিং করতে গিয়ে। ইমরুল কায়েসের হাতে ফোসকা পড়ে গিয়েছিল দীর্ঘ সময় পর প্রথমদিন ব্যাটিং প্র্যাকটিস করার পর। বাকিদের অবস্থাও তথৈবচ। কিন্তু ৫ মাস পর মাঠে ফিরে তামিম তেমন সমস্যায় পড়েননি। তিনি বলেন, ‘প্রায় ৪/৫ মাস পর অনুশীলন শুরু করলাম। ব্যাটিংয়ের ক্ষেত্রে যতটা জড়তা থাকবে মনে করেছিলাম ততটা খারাপ অবস্থা না, আশ্চর্যজনকভাবে আমার কাছে মনে হয়। ব্যাটিংটা মোটামুটি ঠিকই আছে। আর ফিটনেসের দিক থেকেও মোটামুটি ভাল আছে।’ অবশ্য মাঠের পরিবেশে (বিশেষ করে তীব্র রোদে) পুুরোপুরি মানিয়ে নিতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে বলেই মনে করছেন তামিম। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে (২৩ সেপ্টেম্বর) সে জন্য অনেক সময় পাবেন তিনি। তবে সেখানে ভাল করতে হলে মানসিকভাবে চাঙ্গা থাকা জরুরী। দীর্ঘসময় ঘরবন্দী ক্রিকেটারদের মানসিকভাবে ফুরফুরে রাখতে মনোবিদের শরণাপন্ন হয়েছিল বিসিবি। সেটি বেশ কাজে দিয়েছে বলে দাবি তামিমের, ‘এই চার মাসে বিসিবিও কিছু সেশন ঠিক করে দিয়েছিল আমাদের যেন আমরা মানসিকভাবে ভাল অবস্থায় থাকি। ব্যক্তিগতভাবে আমিও দুই তিনটি সেশন করেছি। আমার কাছে মনে হয় এগুলো অবশ্যই সাহায্য করেছে। আমি যেটা বললাম যে চার মাস সহজ ছিল না।’ দীর্ঘ সময় পর ক্রিকেটে ফিরেই শ্রীলঙ্কা সফরে গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ ম্যাচ। সে জন্য পরিকল্পনা করছেন তামিম। তার লক্ষ্য মানসিকভাবে আরও শক্ত হওয়া। দলের সবাই যদি সেটি পারে তবে ভাল করার সুযোগ দেখছেন তিনি। তামিম বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে ওখান থেকে বের হয়ে এসে যেন তাড়াতাড়ি মানসিকভাবে শক্ত অবস্থানে আসতে পারি। কারণ আমাদের একটা বড় সফর আসছে সামনে। আমি বিশ্বাস করি যে আমাদের অনেক ভাল সুযোগ আছে। এখন যেহেতু আমরা জানি যে, খেলা কখন শুরু হবে তাই সবাই নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছে সবাই টেস্টে খেলার জন্য।’
×