ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনা উপসর্গে মুক্তিযোদ্ধাসহ ১৩ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:১৬, ১৮ আগস্ট ২০২০

করোনা উপসর্গে মুক্তিযোদ্ধাসহ ১৩ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা উপসর্গ নিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় মুক্তিযোদ্ধাসহ আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে নড়াইল জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহম্মেদের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। নওগাঁয় করোনাভাইরাসে স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডাঃ আব্দুর রহমানের মৃত্যু হয়েছে। এছাড়া দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল। করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় মারা যাওয়া এসব ব্যক্তির মধ্যে কুমিল্লায় ৬ পুরুষ ও ৩ নারী, পাবনায় এক কলেজ শিক্ষক এবং সাতক্ষীরায় গৃহবধূসহ ২ জন। করোনার কারণে সোমবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় যাদের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি এমন ৩২ জনকে কোয়ারেন্টাইন শেষে মুক্ত করে দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে যাদের শরীরে করোনা আছে বলে সন্দেহ করা হয়েছে এমন ১২৮ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। কুমিল্লা ॥ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে ৬ পুরুষ এবং তিন নারী। সোমবার বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মুজিবুর রহমান এসব তথ্য জানান। করোনা উপসর্গে চিকিৎসাধীন মৃত ব্যক্তিরা হলেনÑ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সামছুল আলম (৬০), চান্দিনা উপজেলার নুরুল ইসলাম (৭৫) ও আবদুল মালেক (৬৫), বরুড়া উপজেলার ফাতেমা (৬০), লাকসাম উপজেলার নুরুল আমিন (৬০), কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার ফয়সাল চৌধুরীর স্ত্রী রিয়া (৩০), জেলার দেবিদ্বার উপজেলার মোতাহেরের স্ত্রী নাসরিন (৪০), মনোহরগঞ্জ উত্তর হাওলা এলাকার মাহমুদুর রহমান (৬০), চৌদ্দগ্রাম পৌর এলাকার সাহিদুল ইসলাম (৫০)। নড়াইল ॥ করোনায় আক্রান্ত হয়ে নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পিপি মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ (৭২) ঢাকার একটি সরকারী হাসপাতালে রবিবার রাতে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। এছাড়া নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুসহ জেলা আওয়ামী, অঙ্গ ও সহযোগী সংগঠন সদ্য প্রয়াত এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা, বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। নওগাঁ ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডাঃ আব্দুর রহমানের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৩টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন তিনি মারা যান। তথ্যটি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডাঃ সাইফুল ফেরদৌস। এদিকে নওগাঁ জেলায় নতুন করে ৩ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৩ ব্যক্তি নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৫৫ জনে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১২৮ জনকে। গত ২৪ ঘণ্টায় জেলায় কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২ জন। পাবনা ॥ করোনা উপসর্গ নিয়ে আটঘড়িয়া উপজেলার দেবোত্তর ডিগ্রী কলেজের প্রদর্শক শিক্ষক আমিরুল ইসলাম রবিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি ৭দিন ধরে জ¦র-কাশিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসারত ছিলেন। রবিবার তার শ^াসকষ্ট বেশি হলে ঢাকায় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ^বিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতেই চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার বাংলাদেশ ঈদগা ময়দানে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে আরিফপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। সাতক্ষীরা ॥ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক গৃহবধূসহ দু’জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তিন ঘণ্টার ব্যবধানে তারা মারা যান। মৃতরা হলেনÑ যশোর জেলার শার্শা উপজেলার বাগ আচড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী আমেনা বেগম (৫৫) ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার টাকীপাড়া গ্রামের রমেশ দত্তের ছেলে নিখিল দত্ত (৬৫)। গাইবান্ধা ॥ গাইবান্ধায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সোমবার নতুন করে ২৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়াল ৮২৮ জন। এদিকে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ১৪ জনের। জেলার সাতটি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২৫৭ জন। মাগুরা ॥ জেলায় সোমবার আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলো ৬৭৮ জন। মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় , মাগুরায় সোমবার ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়েছে ৬৭৮ জন । মৃত্যু হয়েছে ১৩জন । সুস্থ হয়েছে ৪৯৯ জন। হোম আইসোলেশনে আছেন ১৪৩ জন ।
×