ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে নমুনা পরীক্ষা আরও কমেছে

প্রকাশিত: ২৩:১৪, ১৮ আগস্ট ২০২০

চট্টগ্রামে নমুনা পরীক্ষা আরও কমেছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা আরও কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ৩৬৮, যার মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৬ জন। আক্রান্তের হারও নিম্নমুখী। নতুন করে একজনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা মোট ২৫২। হাসপাতালে চিকিৎসা প্রদানে এখন আর কোন ধরনের সঙ্কট নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সোমবারের তথ্য অনুযায়ী রবিবার জেলায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৬৮। এতে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬ জন। আক্রান্তের হার ৯ দশমিক ৭৮ শতাংশ। সবমিলে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৮৪৫। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ রোগী। জেলায় মৃত্যুবরণ করা মোট ৫২ জনের মধ্যে ১৭৪ জন মহানগর এলাকার এবং ৭৮ জন বিভিন্ন উপজেলার।
×