ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫০ এ্যাকাউন্ট বন্ধ ৮২টি চিহ্নিত

করোনার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরকারবিরোধী গুজব

প্রকাশিত: ২৩:১২, ১৮ আগস্ট ২০২০

করোনার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরকারবিরোধী গুজব

ফিরোজ মান্না ॥ করোনার সুযোগ নিয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী নানা গুজব ছড়িয়ে যাচ্ছে। পুলিশ গুজব ছড়ানোয় দায়ে এখন পর্যন্ত ৫০ এ্যাকাউন্ট বন্ধ করার জন্য বিটিআরসির কাছে চিঠি দিয়েছে। একইভাবে আরও ৮২টি এ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। পুলিশ এগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর ১৫০টি পেজ ও সাইটের সন্ধান করছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। গুজব ছড়ানোর অপরাধে দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশ গত দুই মাসে ২৪ জনকে আটক করেছে। অন্যদিকে বিটিআরসিকে দেয়া ৫০ এ্যাকাউন্টের মধ্যে অর্ধেকও বন্ধ হয়নি। এই এ্যাকাউন্টগুলো বিদেশ থেকে পরিচালিত হচ্ছে বলে বিটিআরসি সূত্র জানিয়েছে। বিটিআরসি জানিয়েছে, পুলিশের দেয়া তালিকা থেকে বেশ কিছু আইডি বন্ধ করে দেয়া হয়েছে। তবে সব আইডি এখনও বন্ধ করা সম্ভব হয়নি। কারণ বেশ কিছু আইডি বিদেশ থেকে পরিচালিত হচ্ছে। এগুলো বন্ধ করার বিষয়টি জটিল। তবে চেষ্টা চালানো হচ্ছে আইডিগুলো বন্ধ করে দেয়ার। একইভাবে বিভিন্ন পেজ ও সাইটও তাই। বেশ কিছু সাইট চালানো হচ্ছে ইউকে থেকে। এগুলোকে যতবার বন্ধ করা হয় তত বারই তারা নতুন নামে চালু করে ফেলছে। বিষয়গুলো নিয়ে আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) গুলো নির্দেশ দেয়া হয়েছে বিতর্কিত কোন পোস্ট যাতে ফিল্টার করা হয়। এতেও অনেক ক্ষেত্রে সরকারবিরোধী মহলের সঙ্গে পারা যাচ্ছে না। তারা কোন না কোন পথে সাইট, পেজ ও এ্যাকাউন্ট চালু রাখছে। পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সূত্র জানিয়েছে, করোনাকালে সরকারবিরোধী নানা ধরনের গুজব ছড়ানো সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেকগুলো এ্যাকাউন্ট, সাইট ও পেজ শনাক্ত করেছে। বিশেষ করে করোনাভাইরাস নিয়ে বিভিন্ন এ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে ‘দেশে মৃত্যুর মিছিল চলছে’। এমন শিরোনাম দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও পোস্ট দেয়া হচ্ছে। এ ধরনের পোস্ট পড়ে সমাজের মানুষ বিরূপ ধারণা পাচ্ছে। চারদিকে আতঙ্ক, উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে দেয়া হচ্ছে। ইতোমধ্যে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এ ধরনের ৫০টি আইডির বিস্তারিত তথ্য পুলিশ অনুসন্ধান করে বের করেছে। এই ৫০টি আইডি সব তথ্য বিটিআরসির কাছে দিয়েছে পুলিশ। এমনিতেই সারাদেশের মানুষ করোনা আতঙ্কে দিশাহারা হয়ে পড়েছেন। এর মধ্যে এ ধরনের পোস্ট সমাজে আরও আতঙ্ক বিরাজ করছে। এই সময়েও সক্রিয় হয়ে উঠেছে গুজব ছড়ানো চক্র। সরকারবিরোধী- দেশবিরোধী চক্রটি তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য এসব পোস্ট দিচ্ছে বলে ধারণা করছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে, ইমুসহ বিভিন্ন মাধ্যমে গুজব বন্ধে তৎপর পুলিশ। যে সব ফেসবুক আইডি, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটের মাধ্যমে গুজব ছড়াচ্ছে এমন ৮২ জনকে খুঁজছে পুলিশ। ৫০টি ফেসবুক পেজ, সেই সঙ্গে ইউটিউব চ্যানেল বন্ধ করতে ইতোমধ্যে বিআরটিসিকে চিঠি দিয়েছে পুলিশ। চিঠি পেয়ে বিটিআরসি আইডিগুলো বন্ধ করার কাজ শুরু করেছে। পুলিশ জানিয়েছে, পুলিশ গুজব ছড়ানোর অভিযোগে গত এ পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করেছে। এর বাইরে চক্রটি ফেসবুক পেজে ইউটিউব, ইমুতে নানা গুজব ছড়িয়ে যাচ্ছে। পুলিশ চেষ্টা করছে গুজব ছড়ানোদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ইতোমধ্যে বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে। সাইবার সিকিউরিটি ক্রাইম ইউনিট দিন রাত কাজ করে যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে এ ধরনের তথ্য সত্যতার জন্য ৯৯৯’র সহযোগিতা নিতে আহ্বান জানানো হয়েছে। কিংবা নিকটস্থ থানায় যে কোন পুলিশের সহযোগিতা নেয়ার বিষয়ে পরামর্শ দিয়েছে। থানা পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। এরপরও গুজব বন্ধ হয়নি। যারা গুজব ছড়ানোর দায়ে অভিযুক্ত হয়েছেন, তাদের ধরতে অভিযান চলছে। সূত্র জানিয়েছে, গত দুই সপ্তাহে ৪০টি সাইট বন্ধ করে দেয়া হয়েছে। নজরদারিতে ১৫০টি আইডি আছে। গুজব ছড়াচ্ছে অযথা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। সরকারকে বিপদে ফেলতে তথা বিশ্ব জনগণকে বিভ্রান্ত করছে। তারা অনলাইনের বড় ভাইরাস। ইতোমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। সাতজনকে সাইবার ক্রাইম ইউনিটে ডেকে সতর্ক করে তাদের পোস্ট সংশোধন করতে বলা হয়েছে। পাশাপাশি সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে সারাদেশ থেকে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
×