ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি এখনও জঙ্গীদের আশ্রয় দিচ্ছে ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২২:৫৯, ১৮ আগস্ট ২০২০

বিএনপি এখনও জঙ্গীদের আশ্রয় দিচ্ছে ॥ তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সমর্থনেই জঙ্গীরা দেশব্যাপী শাখা-প্রশাখা বিস্তার ও শক্তি অর্জন করেছিল। সেই শক্তির মহড়া দিয়েছে ১৭ আগস্ট একযোগে দেশে ৬৩ জেলায় বোমার বিস্ফোরণ ঘটিয়ে। এতে বিশে^ বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ করেছে। বিএনপি এখনও জঙ্গীদের আশ্রয় দিচ্ছে। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না থাকলে জঙ্গী দমন পুরোপুরিভাবে সম্ভব হতো। সোমবার চট্টগ্রামে ইম্পেরিয়াল হাসপাতালে করোনা ব্লক উদ্বোধনকালে দেশব্যাপী জঙ্গীদের সিরিজ বোমা হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী কথাগুলো বলেন। তিনি বলেন, ক্ষমতায় আসার পর থেকেই শেখ হাসিনার সরকার জঙ্গী দমনে সচেষ্ট হয়েছে। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে অনেক জঙ্গীকে আটক করা হয়েছে এবং হচ্ছে। তাদের নেটওয়ার্ক ভেঙে দেয়া হয়েছে। এখনও সুযোগ পেলে তারা মাথাচাড়া দিয়ে উঠে কারণ পুরোপুরি জঙ্গী নির্মূল করা যায়নি। করোনাভাইরাস চিকিৎসায় বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ব্যক্তি উদ্যোগ এগিয়ে আসায় চিকিৎসা সহজতর হয়েছে। সরকারী-বেসরকারী হাসপাতালে আইসিইউ, বেড এবং অক্সিজেন সরবরাহ ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। ফলে এখন চিকিৎসা সঙ্কট আর নেই। বরং বর্তমানে আইসিইউ বেড এবং কোভিডের জেনারেল বেড অর্ধেকের মতো খালি রয়েছে। বক্তব্যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বিশ্বমানের কেন্দ্র চালু করায় ইম্পেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে দৈনিক আজাদী সম্পাদক ও ইম্পেরিয়াল হাসপাতাল বোর্ড অব ড্রাইরেক্টর্স সদস্য এম এ মালেক এবং বোর্ড সদস্য ডাঃ রবিউল হোসেন বক্তৃতা করেন।
×