ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৩ দিনে রেমিটেন্স এসেছে ৮৬ কোটি ডলার

প্রকাশিত: ২১:২৫, ১৮ আগস্ট ২০২০

১৩ দিনে রেমিটেন্স এসেছে ৮৬ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থনীতির সব চেয়ে ভাল সূচক প্রবাসীদের আয় রেমিটেন্সের গতি কমতে শুরু করেছে। চলতি আগস্ট মাসের প্রথম ১৩ দিনে ৮৬ কোটি মার্কিন ডলার সমপরিমাণ প্রবাসীদের আয় বৈধ পথে দেশে এসেছে। চলতি মাসে যে হারে রেমিটেন্স আসছে তার গতি না বাড়লে জুলাইয়ের তুলনায় আগস্টে প্রবাসী আয়ের পরিমাণ অনেক কমে যাবে। সংশ্লিষ্টরা বলছেন, করোনার প্রার্দুভাবে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বেশিরভাগ দেশের অর্থনীতি অচল হয়ে পড়ে। মার্চ-এপ্রিলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। কর্মহীন হয়ে পড়েন অনেক প্রবাসী শ্রমিক। পরে মে মাস থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে। আস্তে আস্তে বিশ্ব পরিস্থিতির উন্নতি হচ্ছে। অচলাবস্থা কাটিয়ে অনেক দেশের অর্থনীতি স্বাভাবিক হয়ে গেছে। খুলে দেয়া হয়েছে ব্যবসা-বাণিজ্য। ফলে রেমিটেন্স প্রবাহও বাড়তে থাকে। এছাড়া ঈদকে কেন্দ্র করে দেশের স্বজনদের জন্য বেশি রেমিটেন্স পাঠাতে থাকেন প্রবাসীরা।
×