ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাগুরায় খাদ্যে বিষ ক্রিয়ায় ভাইবোনের মৃত্যু

প্রকাশিত: ০১:০৭, ১৭ আগস্ট ২০২০

মাগুরায় খাদ্যে বিষ ক্রিয়ায় ভাইবোনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৬ আগস্ট ॥ খাদ্যে বিষ ক্রিয়ায় মাগুরার মহম্মদপুরের বিনোদপুর গ্রামে রবিবার শিমুল মোল্যা (১০) নামে এক শিশু ও তার বড় বোন আফরিন সুলতানার (১৭) মৃত্যু হয়েছে। মৃত শিমুল বিনোদপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। আফরিন বিনোদপুর কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। তাদের বাবার নাম আরজু মোল্যা। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারকনাথ বিশ্বাস জানান, শনিবার রাতে শিশু শিমুল ও তার বোন আফরিন রাতের খাবার শেষে স্থানীয় একটি দোকান থেকে কেনা কোমল পানীয় পান করে ঘুমিয়ে পড়ে। ভোরে তাদের পেট ব্যথা শুরু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে রবিবার ভোরে শিমুল মারা যায়। আর আফরিনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ পাঠানো হলে বিকেল ৪টার দিকে সে মারা যায়। মৃতদের ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।
×