ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জসিম শাহ্র কণ্ঠে ১৫ আগস্ট

প্রকাশিত: ২৩:৩৭, ১৭ আগস্ট ২০২০

জসিম শাহ্র কণ্ঠে ১৫ আগস্ট

স্টাফ রিপোর্টার ॥ এ প্রজন্মের কণ্ঠশিল্পী জসিম শাহ। এক সময়ে ছিলেন পথশিশু। নিজের অসাধারণ কণ্ঠ ও প্রতিভার জোরে আজ সঙ্গীতে একটি বিশেষ স্থান করে নিয়েছেন। নিজে গান লিখতে এবং সুরও করতে পারেন। অনেক গান তার স্রোতাপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি ১৫ আগস্টের মর্মান্তিক বিয়োগান্তক ঘটনাকে কেন্দ্র করে একটি গান প্রকাশ হয়েছে তার। এস এম শামসুদ্দিন টগরের কথা ও সুরে ‘১৫ আগস্ট’ নামের এ গানটি ইউটিউব চ্যানেল ঔধংযরস গঁংরপ পাওয়া যাচ্ছে। গানটি প্রসঙ্গে জসিম বলেন, আমি তখন ঢাকা ইউসেপ বাংলাদেশ টেশন্যিাল স্কুল অটোমোবাইলের কোর্স করছি। সে সময় শেখ রাসেলের ৪১ তম জন্মদিন ছিল। আমি স্কুলে তখন টুকটাক গান করি। তাই ওই সময় জানতে পারি শেখ রাসেলের জন্মদিনে শিশু-কিশোরদের গানের প্রতিযোগিতা হবে ধানম-ি ৩২ নং এলাকায়। তাই আমি নাম দিলাম এবং আমি শেখ রাসেলকে নিয়ে একটি গান করলাম। (আজ রাসেলের জন্মদিনে সবাই এসেছি। রাসেল হলো আমাদের চোখের মণি) এই গানটি করে আমি প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করি। প্রতিযোগিতার পুরস্কার দিয়েছিলেন তখন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি আমার গান শুনে কেঁদেছিলেন এবং বলেছিলেন ‘ওরা আমার পরিবারের সকলকে নির্মমভাবে খুন করেছে। আমার প্রাণপ্রিয় ছোট ভাই শিশু শেখ রাসেলকেও ছাড়েনি। ওরা আমার ভাইটিকেও মেরে ফেলেছে। ওদের কারণে আজ আমি এতিম হয়েছি। আজ থেকে তোমরাই আমার ভাই এই দেশের শেখ রাসেল। প্রধানমন্ত্রীর সেদিনের সে কথা ও কান্না শুনে আমার রক্ত শিউরে উঠেছিল। সেদিন থেকে চেয়েছিলাম-এই দেশ যার কারণে স্বাধীন হয়েছে, যিনি এই দেশের জন্য জীবন দিয়েছেন, মানুষের কল্যাণ কামনায় নিজেকে উৎসর্গ করেছেন তাঁকে নিয়ে একটি গান করব। আমি তাই আমার গুরু এস এম শামসুদ্দিন টগরের কথা ও সুরে ‘১৫ আগস্ট’ নামের গানটি করি। আমি বাংলাদেশের সকল বেতার-টিভি মিডিয়ার ভাইদের কাছে একটি অনুরোধ করতে চাই। যদি সম্ভব হয় তাহলে গানটি প্রচার করবেন।
×