ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন পাকা রাস্তা করতে হলে সমন্বয় কমিটিতে আলোচনা করতে হবে ॥ এলজিআরডিমন্ত্রী

প্রকাশিত: ২২:০৭, ১৭ আগস্ট ২০২০

নতুন পাকা রাস্তা করতে হলে সমন্বয় কমিটিতে আলোচনা করতে হবে ॥ এলজিআরডিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, এখন থেকে দেশের গ্রামগঞ্জে নতুন পাকা রাস্তা সেতু-কালভার্ট করতে হলে স্ব স্ব উপজেলা পরিষদের সমন্বয়ে গঠিত কমিটিতে আগেই আলোচনা করতে হবে। এর পর যোগ্যতা প্রমাণ সাপেক্ষে কার্যবিবরণীতে এসব স্থাপনাকে অন্তর্ভুক্ত করতে হবে। যাতে যত্রতত্র রাস্তা, ব্রিজ নির্মাণ করে বাংলাদেশের ভূ-প্রকৃতির ক্ষতি না হয়। রবিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর ওপর পিসি গার্ডার সেতু এবং চাঁদপুরের ফরিদগঞ্জের ডাকাতিয়া নদীর ওপর নির্মিত সেতুর ডিজাইন নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদদৌলা, এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ খান, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোতাহের হোসেন, সেতু নির্মাণ প্রকল্প পরিচালকসহ উর্ধতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
×