ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ সিংহের পলায়ন

প্রকাশিত: ২২:০৬, ১৭ আগস্ট ২০২০

পাঁচ সিংহের পলায়ন

করাচীর গুলশন-এ-হাদিদের একটি ফার্মহাউসে ছিল পাঁচটি সিংহ। সেই পাঁচটি সিংহকেই সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা গেছে, পাঁচটি সিংহই সেই ফার্মহাউস থেকে পালিয়েছে। যার জেরে গোটা এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। রাতে সিংহগুলো পালানোর সময় স্থানীয় বাসিন্দারা সেগুলিকে দেখতেও পেয়েছেন। অনেকেই মোবাইলে সিংহদের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য ভিডিও করে রেখেছেন। ওই ফার্মহাউসের মালিকের পাঁচটি সিংহকেই পোষার লাইসেন্স রয়েছে। এই ঘটনার কথা জানিয়ে ইতোমধ্যেই গোটা এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বনমন্ত্রী নাসির হুসেন শাহ এ নিয়ে নোটিস জারি করেছেন। গুশলন-এ-মুয়াজ্জামের ফার্মহাউসে থাকত ওই সিংহগুলো। মনে করা হচ্ছে, খাঁচা ভেঙ্গে বেরিয়ে গেছে তারা। সেখান থেকে পালানোর পর অনেকটা পথ চলেও গেছে তারা। সেই খাঁচার বাইরে পাহারায় রাখা ছিল একাধিক কুকুর। সিংহরা খাঁচা ভেঙ্গে বেরিয়ে সবার আগে কুকুরগুলোকে আক্রমণ করেছে। তার পরেই ফার্মহাউস থেকে পালিয়ে যায় সেগুলো। এবার কোন দিকে তারা পালিয়েছে তা এখনও খোঁজ পাওয়া যায়নি। -ওয়ার্ল্ড এশিয়া
×