ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনাকালে শিশুর যত্ন

প্রকাশিত: ২২:০২, ১৭ আগস্ট ২০২০

করোনাকালে শিশুর যত্ন

* এ সময় অনেক গর্ভবতী নারীর বীঢ়বপঃবফ ফধঃব থাকে। * বাচ্চা হওয়ার পর অস্থির বা অসহায় হওয়ার কোন কারণ নেই। * শান্ত থাকুন, নিশ্চিন্তে থাকুন। * প্রথম প্রথম কম দুধ আসে। বাচ্চাকে টানাতে থাকুন, দুধ নামবে। শাল দুধ ২/৩ দিন থাকে। তারপরেই দুধ নামবে। * কম মানুষ বাচ্চাকে ছোঁবে। কম মানুষ বাচ্চার ঘরে ঢুকবে। মাও কম বেরুবে। অর্থাৎ আঁতুর ঘর মানতে হবে। * নাভি শুকনো ও পরিষ্কার রাখুন। কোন কিছু লাগানো যাবে না। নাভি পড়তে ২/৩ সপ্তাহ লাগতে পারে। * ২ সপ্তাহ পর গোসল করাবেন। গোসলের আগে দরজা-জানালা বন্ধ করুন। ফ্যান অফ রাখুন। তোয়ালে আগের থেকে পেতে রাখবেন। ঝুপ করে গোসল করিয়ে মুছে ফেলুন। * ৬ মাস বুকের দুধ খাওয়াবেন। দুধ কোন কিছুতে কমে না। তবে দুশ্চিন্তা ও মানসিক চাপে বুকের দুধ কমতে পারে। সুতরাং নির্ভার থাকুন। * হঠাৎ কোন কারণে বাচ্চা খাচ্ছে না, গায়ে জ্বর, নেতানো, সঙ্গে সঙ্গে শিশু ডাক্তারের কাছে নিয়ে যান। বাচ্চার জ্বরকে আমরা খুব গুরুত্বের সঙ্গে নেব। ডাঃ এটিএম রফিক উজ্জল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫-২৮৫৫৫৯
×