ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৌদিতে বিমানের আরও দুটো স্পেশাল ফ্লাইট

প্রকাশিত: ২২:০০, ১৭ আগস্ট ২০২০

সৌদিতে বিমানের আরও দুটো স্পেশাল ফ্লাইট

স্টাফ রিপোর্টার ॥ সৌদি আরবের জেদ্দা ও দাম্মামে আটকেপড়া প্রবাসী বাংলাদেশীদের ফেরাতে আরও দুটো স্পেশাল ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২১ আগস্ট জেদ্দা থেকে এবং ২৭ আগস্ট দাম্মাম থেকে ঢাকায় বিশেষ এ দুটো ফ্লাইট পরিচালনা করা হবে। বিমান সূত্র জানিয়েছে, ২১ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জেদ্দা থেকে ঢাকা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। আগ্রহী যাত্রীদের বিমানের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত লিংকে রেজিস্ট্রেশন করতে হবে। এতে বিজনেস আসনে ভাড়া এডাল্ট তিন হাজার দুই শ’ সৌদি রিয়াল। চাইল্ড মূল ভাড়ার ৭৫ শতাংশ ও ট্যাক্স। ইনফ্যান্ট (২ বছরের নিচে) মূল ভাড়ার ২৫ শতাংশ ও ট্যাক্স। ফ্রি ব্যাগেজ দুই পিস সর্বমোট ৫০ কিলো ও হাতব্যাগ এক পিস সাত কিলো। ইকোনমি আসনে ভাড়া এডাল্ট দুই হাজার দুই শ’ সৌদি রিয়াল। চাইল্ড (১২ বছরের নিচে) মূল ভাড়ার ৭৫ শতাংশ ও ট্যাক্স। ইনফ্যান্ট (২ বছরের নিচে ) মূল ভাড়ার ২৫ শতাংশ ও ট্যাক্স । ফ্রি ব্যাগেজ দুই পিস সর্বমোট ৮০ কিলো, হাতব্যাগ এক পিস সাত কিলো। বিশেষ এক্সেস ব্যাগেজ ২৩ কিলো চার শ’ সৌদি রিয়াল। শুধু বিমান জেদ্দা অফিস থেকে রেজিস্ট্রিকৃত যাত্রীরা অরিজিনাল পাসপোর্ট, ইকামা দেখিয়ে টিকেট সংগ্রহ করতে পারবেন। একই পদ্ধতিতে আগামী ২৭ আগস্ট দাম্মাম থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনার কারণে সৌদি আরবের দাম্মামে আটকেপড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনতে এ ফ্লাইট পরিচালনা করবে বিমান। আগ্রহী যাত্রীরা বিমানের ওয়েবসাইটে নির্ধারিত লিংকে প্রবেশ করে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। বিজনেস শ্রেণীর আসনে ভাড়া এডাল্ট তিন হাজার সৌদি রিয়াল। চাইল্ড (১২ বছরের নিচে) মূল ভাড়ার ৭৫ শতাংশ ও ট্যাক্স এবং ইনফ্যান্ট (দুই বছরের নিচে) মূল ভাড়ার ২৫ শতাংশ ও ট্যাক্স দিতে হবে। ফ্রি ব্যাগেজ দুই পিস সর্বমোট ৫৫ কিলো, হাতব্যাগ এক পিস ৭ কিলো। ইকোনমি আসনে ভাড়া এডাল্ট ২১৫০ সৌদি রিয়াল। চাইল্ড (১২ বছরের নিচে) মূল ভাড়ার ৭৫ শতাংশ ও ট্যাক্স এবং ইনফ্যান্ট (দুই বছরের নিচে) মূল ভাড়ার ২৫ শতাংশ ও ট্যাক্স দিতে হবে। ফ্রি ব্যাগেজ দুই পিস সর্বমোট ৪৫ কিলো, হাতব্যাগ একটি পিস ৭ কিলো। বিশেষ এক্সেস ব্যাগেজ এক পিস মাত্র ২৩ কিলো ৪০০ সৌদি রিয়াল দিতে হবে। রেজিস্ট্রি করা যাত্রীরা শুধু বিমান দাম্মাম অফিস থেকে অরিজিনাল পাসপোর্ট, ইকামা/এক্সিট দেখিয়ে টিকেট ক্রয় করতে পারবেন। সৌদি ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি নির্দেশনা মেনে ভ্রমণ করতে হবে বলেও উল্লেখ করা হয়।
×