ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি

প্রকাশিত: ২১:৫৬, ১৭ আগস্ট ২০২০

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ দেশের ওপর সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্য দেখা দিয়েছে। এর প্রভাবে উপকূল এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়োহাওয়াসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সঙ্কেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। রবিবার রাজধানীতে দিনভর চলে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা। বৃষ্টিতে রাজধানীর রাস্তাঘাট ও অলিগলি হয়ে উঠেছে কর্দমাক্ত। কোথাও কোথাও জমেছে বৃষ্টির পানি। দিনভর বৃষ্টি থাকায় ব্যাহত হয় নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়ার এমন অবস্থা আরও দু’দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, সাগরের লঘুচাপটি স্থলভাগে উঠে এসেছে। এ কারণে ঝড়োহাওয়া কমে এলেও বৃষ্টি হবে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে প্রচুর বৃষ্টি হতে পারে। এছাড়া এর প্রভাবে সারাদেশেই কম বেশি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতরের এক সতর্ক বার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দুই ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে রবিবার ভোরেই রাজধানীতে শুরু হয় বৃষ্টি। কিছুক্ষণ পরই থেমে যায়। পরবর্তীতে কখনও হাল্কা, কখনও মাঝারি ধরনের বৃষ্টি চলে দিনভর। তবে একেবারে টানা বৃষ্টি হচ্ছে না। কিছুক্ষণ বৃষ্টি, আবার যেন অবসর। অবসরে আকাশ মেঘলা থাকছে, আবার তীব্র তেজে রোদ, পরক্ষণেই ফের বৃষ্টির আগমন। এভাবে থেমে থেমে সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীতে বৃষ্টি চলতে থাকে। দিনভর চলে রোদ বৃষ্টির লুকোচুরির খেলা। জ্যৈষ্ঠ আবহাওয়াবিদ আবদুর রহমান খান জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং বায়ুচাপের আধিক্য বিরাজ করছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভাদ্র মাসের প্রাক্কালে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি ও রোদের প্রভাবে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছিল। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে ভ্যাপসা গরমের তীব্রতা হ্র্রাস পেয়েছে।
×