ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০১:২১, ১৬ আগস্ট ২০২০

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

প্রভাষক-হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা মোবাইল : ০১৯২৬২৬৯৯৪৯ প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্রের হিসাববিজ্ঞান পরিচিতি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেয়া হলো- ১। আর্থিক বিবরণীকে সর্বজনগ্রাহ্য করার জন্য রচিত মান হলো উত্তরঃ এঅঅচ ২। হিসাবচক্রের প্রথম ধাপ উত্তরঃ জাবেদা ৩। অনুপার্জিত আয় একটি উত্তরঃ দায় ৪। একটি নির্দিষ্ট সময়ে নিট মুনাফা অর্জিত হতে পারে যদি উত্তরঃ ব্যয় হতে আয় বেশি হয় ৫। কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না উত্তরঃ অবচয় ৬। লেনদেনের বৈশিষ্ট্য নয় উত্তরঃ কেবল মুনাফা নির্দেশ করে ৭। দু’তরফা দাখিলা বলতে বোঝায় উত্তরঃ প্রত্যেকটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধকরণ ৮। আধুনিক কারবার জগতে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হলো উত্তরঃ সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। ৯। হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকে না উত্তরঃ লেনদেনের বিশ্লেষণ লেনদেন বলতে উত্তরঃ অর্থের মাপকাঠিতে নিরূপণযোগ্য কোন ঘটনা বোায় ১০। হিসাববিজ্ঞান উত্তরঃ ক. একটি প্রক্রিয়া যার মধ্যে অন্তর্ভুক্ত শনাক্তকরণ পরিমাপ লিপিবদ্ধকরণ ও সরবরাহকরণ। খ. একটি কারবারী সত্তার অর্থনৈতিক তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট গ. আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তথ্য প্রদান করে। যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো উত্তরঃ আন্তঃ লেনদেন নগদান ভিত্তিতে হিসাবরক্ষণ বলতে বোঝায় উত্তরঃ নগদ অর্থের আদান প্রদান হলেই লেনদেন হিসাবে লিপিবদ্ধ করা হবে। ১১। হিসাববিজ্ঞানের মূল উপাদান হলো উত্তরঃ লেনদেন। ১২। হিসাবরক্ষণের মূল উপাদান হলো উত্তরঃ লেনদেন। ১৩। লেনদেনের উৎপত্তি হলো উত্তরঃ আর্থিক ঘটনা থেকে। ১৪। প্রতিটি লেনদেন প্রভাব ফেলে উত্তরঃ হিসাব সমীকরণের ওপর। ১৫। হিসাববিজ্ঞানের মূল ভিত্তি উত্তরঃ দু’তরফা দাখিলা পদ্ধতি। ১৬। হিসাবরক্ষণের মূল ভিত্তি উত্তরঃ দু’তরফা দাখিলা পদ্ধতি। ১৭। একটি আন্তঃ লেনদেন, অনগদ লেনদেন, অদৃশ্যমান লেনদেন উত্তরঃ অবচয়। ১৮। হিসাববিজ্ঞানের আওতাভুক্ত উত্তরঃ ব্যবসায়িক ও অব্যসায়িক উভয় প্রকার লেনদেন। ১৯। শেয়ার অবহার উত্তরঃ অদৃশ্যমান ও অনগদ লেনদেন। ২০। লেনদেনের উৎপত্তি হয় উত্তরঃ আর্থিক ঘটনা থেকে। ২১। হিসাববিজ্ঞানের একটি অংশ বিশেষ হচ্ছে উত্তরঃ হিসাবরক্ষণ। ২২। হিসাববিজ্ঞানকে বলা হয় উত্তরঃ বিজ্ঞান ও কলা উভয়ই। ২৩। হিসাববিজ্ঞানের আদিভূমি বলা হয় উত্তরঃ ভেনিস নগরিকে। ২৪। হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকে উত্তরঃ লেনদেন চিহ্নিতকরণ। ২৫। হিসাববিজ্ঞানকে বলা হয় উত্তরঃ ব্যবসায়ের ভাষা। ২৬। ওঅঝ এর বর্তমান নাম উত্তরঃ ওঋজঝ. ২৮। হিসাবরক্ষণের প্রধান কাজ উত্তরঃ আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ। ২৯। শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীগণ হিসাববিজ্ঞান তথ্যাবলীর উত্তরঃ বহিঃস্থ ব্যবহারকারী। ৩০। হিসাবরক্ষণের প্রধান উদ্দেশ্য উত্তরঃ লেনদেন লিপিবদ্ধ করা। ৩১। হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য উত্তরঃ সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। ৩২। প্রতিটি লেনদেন প্রতিষ্ঠানের উত্তরঃ আর্থিক অবস্থার পরিবর্তন আনে। ৩৩। যদি কোন লেনদেনের মাধ্যমে কারবারের সম্পত্তি এবং দায়/মালিকানা স্বত্বের মোট মূল্যের পরিবর্তন ঘটে তখন এরূপ পরিবর্তনকে উত্তরঃ পরিমাণগত বা নিট পরিবর্তন বলে। ৩৪। পরিমাণগত বা নিট পরিবর্তনের ফলে উদ্বৃত্তপত্রের উভয় দিকে উত্তরঃ মোট যোগফলের পরিবর্তন হয়। ৩৫। শুধু সম্পত্তি, শুধু দায় অথবা শুধু মালিকানা স্বত্বের কাঠামোর পরিবর্তন ঘটে থাকে তখন এরূপ পরিবর্তনকে উত্তরঃ গুণগত বা কাঠামোগত পরিবর্তন বলে। ৩৬। কাঠামোগত/গুণগত পরিবর্তনের ফলে উদ্বৃত্তপত্রের যে কোন একদিকের উত্তরঃ মোট যোগফলের পরিবর্তন হয়। ৩৭। হিসাব নিকাশের ভিত্তির ওপর নির্ভর করে লিপিবদ্ধ করা হয় উত্তরঃ আর্থিক ঘটনা। ৩৮। ডেবিট বলতে বোঝায় উত্তরঃ সম্পদ বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, দায় হ্রাস, মূলধন হ্রাস ও আয় হ্রাস। ৩৯। ক্রেডিট বলতে বোঝায় উত্তরঃ আয় বৃদ্ধি, দায় বৃদ্ধি, মূলধন বৃদ্ধি, সম্পদ হ্রাস ও ব্যয় হ্রাস। ৪০। “ঊাবৎু ফবনরঃ সঁংঃ যধাব ধ পড়ৎৎবংঢ়ড়হফরহম পৎবফরঃ ধহফ ারপব াবৎংধ” এ উক্তিটির প্রবক্তা উত্তরঃ জ.ঘ. ঈযধৎঃবৎ. ৪১। পাবলিক একাউন্টেট যে সকল সেবা প্রদান করে উত্তরঃ নিরীক্ষণ, কর ব্যবস্থাপনা ও ব্যবস্থাপকীয় পরামর্শ। ৪২। সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা হল উত্তরঃ এক সেট আদর্শ ও নীতিমালা যা আর্থিক ৪৩। প্রতিবেদন প্রস্তুতিতে ব্যবহৃত হয়। প্রধান ক্যাশিয়ার কর্তৃক খুচরা ক্যাশিয়ারকে টাকা প্রদান করা হলে উত্তরঃ দৃশ্যমান লেনদেন/অভ্যন্তরীণ লেনদেন/নগদ লেনদেন। ৪৪। হিসাববিজ্ঞানে দুটি নিয়মে আয়-ব্যয় নির্ধারন করা যায়। এই নিয়ম দুটিকে বলে উত্তরঃ নগদান ভিত্তি ও বকেয়া ভিত্তি। ৪৫। বাংলাদেশে প্রচলিত হিসাবের আদর্শ মান উত্তরঃ ইঅঝ. ৪৬। বিনিয়োগকারীগণ হিসাববিজ্ঞান তথ্য ব্যবহার করে উত্তরঃ শেয়ার ক্রয়, অধিকারে রাখা অথবা বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহণের জন্য। ৪৭। হিসাবরক্ষণকে আধুনিক হিসাববিজ্ঞানের ভাষায় বলা হয় উত্তরঃ লিপিবদ্ধকরণ অংশ। ৪৮। হিসাবরক্ষণের প্রধান কাজ উত্তরঃ আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা। ৪৯। হিসাববিজ্ঞান একটি উৎকৃষ্ট মাধ্যম উত্তরঃ হিসাব-নিকাশের। ৫০। হিসাববিজ্ঞানের প্রাথমিক কার্য হচ্ছে উত্তরঃ আর্থিক লেনদেন শ্রেণিবিন্যাসকরণ। উৎপাদিত পণ্যের উৎপাদক খরচ নির্ণয় করে উত্তরঃ উৎপাদন হিসাব। ৫১। জবাবদিহিতা চিহ্নিত করা সম্ভব হয় উত্তরঃ হিসাববিজ্ঞানের মাধ্যমে। ৫২। হিসাবরক্ষণ ও ভাষা কোন অবস্থায়ই উত্তরঃ সমার্থক নয়। ৫২। ব্যবসায় প্রতিষ্ঠানসমূহের আর্থিক ফলাফল এবং ব্যবসায়ের সঠিক অর্থনৈতিক অবস্থা নিরূপণার্থে ব্যবহৃত হয় উত্তরঃ হিসাববিজ্ঞান ও হিসাবরক্ষণ। ৫৩। কালান্তিক ক্রয়-বিক্রয় হিসাব, লাভ-লোকসান হিসাব অথবা লাভ-লোকসান বিবরণী এবং উদ্বৃত্তপত্র অথবা বৈষয়িক বিবৃতি এবং প্রতিবেদন প্রস্তুতকরণ সংক্রান্ত কার্যক্রম উত্তরঃ হিসাববিজ্ঞানের আওতাভুক্ত। ৫৪। খতিয়ানে সংরক্ষিত বিভিন্ন হিসাব খাতের জের নির্ণয়করণ সংক্রান্ত কার্যাবলি উত্তরঃ হিসাবরক্ষণের আওতাভুক্ত।
×