ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিপজলের ক্ষোভ ও প্রতিবাদ

প্রকাশিত: ০১:০৮, ১৬ আগস্ট ২০২০

ডিপজলের ক্ষোভ ও প্রতিবাদ

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট, কুরুচিপূর্ণ ভিডিও প্রচার করার অভিযোগে চলচ্চিত্র অভিনেতা জামাল পাটোয়ারীকে গতকাল গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন শিল্পী সমিতির সাধারণ স¤পাদক জায়েদ খান। মামলা নম্বর ৮/১৭৮। এ ব্যাপারে ডিপজলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, জামাল পাটোয়ারি চলচ্চিত্রে অভিনয় করেন, এটা আমার জানা নেই। আমি তাকে চিনিও না। তার সঙ্গে আমার কোন ধরনের পরিচয়ও নেই। তারপরও কেন সে আমাকে নিয়ে এমন মানহানিকর বক্তব্য ও মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে অপপ্রচার করেছে তাতে আমি বিস্মিত। আমি ডিপজল সব সময় চলচ্চিত্রের মানুষের সুখে-দুঃখে পাশে আছি। তাদের যথাসাধ্য সহযোগিতা করছি এবং করে যাচ্ছি। কেউ বলতে পারবে না, আমি কারো ক্ষতি করেছি। চলচ্চিত্র এবং চলচ্চিত্রের মানুষের ভালবাসা আমার রক্তের সঙ্গে মিশে আছে।
×