ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধান বিচারক হৈমন্তী শুক্লা

প্রকাশিত: ০১:০৬, ১৬ আগস্ট ২০২০

প্রধান বিচারক হৈমন্তী শুক্লা

স্টাফ রিপোর্টার ॥ ছোটবেলা থেকে শারদীয় দুর্গোৎসব মানে কলকাতার দিকে চেয়ে থাকা। সেটা গান হোক আর ফ্যাশন হোক। এটা আমার কাছে অনেক আক্ষেপের একটা বিষয় ছিল। সেই আক্ষেপ থেকেই ধর্মীয় গানের এই উদ্যোগ। কথাগুলো বললেন বিশ্বরঙ ফ্যাশন হাউজের প্রধান ও শিল্পী বিপ্লব সাহা। যিনি এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আয়োজন করছেন ভিন্ন মাত্রার গানের প্রতিযোগিতা। যার মধ্যদিয়ে সারাদেশ থেকে উঠে আসবে প্রতিভাবান শিল্পী ও ধর্মীয় গান। ‘পুজোর গানে বাঁধবো প্রাণ’ শিরোনামের রিয়্যালিটি শোয়ের প্রধান বিচারক হিসেবে থাকছেন ভারতের নন্দিত কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা। সঙ্গে থাকছেন দেশের দুই শিল্পী প্রিয়াংকা গোপ ও সমরজিৎ রায়। বিপ্লব সাহা জানান, এই প্রতিযোগিতায় বয়সের কোন নির্দিষ্ট সীমা থাকছে না। এমনকি যে কোন ধর্মের মানুষ এতে অংশ নিতে পারবেন নিজের গাওয়া যে কোন ধর্মের প্রার্থনা সঙ্গীত পরিবেশন করে। অবশ্যই সেই গান হতে হবে রেকর্ডিং স্টুডিওর বাইরে ধারণ করা। ধর্মীয় গানের পাশাপাশি মা’কে নিয়ে গাইলেও সেটি গ্রহণ করা হবে। গানটির স্থায়ী ও একটি অন্তরা ঠিক রেখে যে কোন একটি যন্ত্রের সহযোগিতায় গেয়ে ভিডিও করে পাঠাতে হবে ৩১ আগস্টের মধ্যে। প্রার্থনা পর্বের গান নিয়ে এমন রিয়্যালিটি শো এটাই প্রথম বাংলাদেশে। এমনটা দাবি করে বিপ্লব সাহা বলেন, আমাদের দেশে প্রার্থনা সঙ্গীত নিয়ে সত্যিকার অর্থেই তেমন কোন আনুষ্ঠানিক কাজ হয়নি, যা হয়েছে খুব কম এবং বিচ্ছিন্নভাবে। এই বিষয়টি আমাকে ভাবিয়েছে অনেক। কারণ, পূজা মানেই দেখি কলকাতার গান! এমনকি আমাদের শিল্পীদেরও দেখেছি কলকাতার গানই কণ্ঠে তুলতে। এটা বাংলাদেশী হিসেবে আমার জন্য বেদনার। সেই অভাববোধ থেকেই এই উদ্যোগটি নেয়া। আশা করছি, এই ধারা অব্যাহত রাখব সামনেও। অক্টোবরে হচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব। সেই উৎসবের আগেই আয়োজকরা এই রিয়্যালিটি শোয়ের প্রতিধ্বনি ছড়িয়ে দিতে চান সারা বাংলায়। জানা গেছে, এই শো থেকে যিনি সেরা নির্বাচিত হবেন, তাকে দিয়ে তৈরি হবে মৌলিক একটি বিশেষ গান। যে গানটি ছড়িয়ে দেয়া হবে দেশের প্রতিটি পূজা মণ্ডপে। এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য বিস্তারিত তথ্য মিলবে () এই ফেসবুক পেজে।
×