ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আত্মনির্ভর ভারত গড়ার ডাক মোদির

প্রকাশিত: ০১:০৩, ১৬ আগস্ট ২০২০

আত্মনির্ভর ভারত গড়ার ডাক মোদির

ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন তিনি। স্বাধীনতা দিবস থেকেই আত্মনির্ভর ভারত ১৩০ কোটি ভারতীয়র মন্ত্র হয়ে উঠুক বলে আহ্বান জানিয়েছেন মোদি। পুরো দেশের কাছে আবারও তিনি তার স্লোগান ‘ভোকাল ফর লোকাল’র প্রতি মনোযোগ দেয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক ভারতীয়র স্বপ্ন স্বনির্ভর ভারত গড়ে তোলা। এই স্বপ্নকে এবার আমরা বাস্তবে পরিণত করব। তিনি আরও বলেন, এই করোনা মহামারীর সময়ে ১৩০ কোটি ভারতীয় আত্মনির্ভর ভারত গড়ে তোলার স্বপ্ন দেখেছেন। মোদি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে ভারত তার স্বপ্নকে অনুভব করতে পেরেছে। আমরা একবার যখন একটা কিছু করব বলে ঠিক করি, তখন তা পূরণ না করা পর্যন্ত আমরা থামি না। প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সারাবিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে। ভারত উন্নতি করলে তবেই পুরো পৃথিবীর উন্নতি হবে। গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি তরুণ সম্প্রদায় আমাদের দেশেই আছে। আজকের ভারতীয়রা চিন্তা করতে পারেন এবং নতুন কিছু উদ্ভাবন করতে পারেন। মোদি আরও বলেন, ‘আমরা কতদিন আমাদের কাঁচামাল রফতানি করব আর প্রস্তুতদ্রব্য আমদানি করব? এই চক্র বন্ধ করার সময় এসে গেছে। ভারতকে এবার সেসব জিনিস তৈরি করতে হবে যা আমরা ব্যবহার করি। শুধু তাই নয়, তার সঙ্গে গোটা বিশ্বে প্রস্তুতদ্রব্য রফতানিও করব আমরা। তার মেক ইন ইন্ডিয়া স্লোগানে তিনি আরও একটু সংযুক্ত করে বলেন, ৃমেক ইন ইন্ডিয়া, মেক ফর ওয়ার্ল্ড।
×