ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

প্রকাশিত: ২৩:৫৪, ১৬ আগস্ট ২০২০

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৫ আগস্ট ॥ ঝালকাঠি-কীর্তিপাশা সড়কে নেহালপুরে অটোবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমন হালদার (২৫) নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় ঝালকাঠিতে জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের কর্মসূচীতে অংশগ্রহণের জন্য আসার পথে এই ঘটনা ঘটে। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুমন হালদার সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়ন ছাত্রলীগের নেতা। তার বাড়ি কীর্তিপাশা ইউনিয়নের খোর্দপাড়া গ্রামে এবং এই গ্রামের সুভাষ হালদারের পুত্র। বগুড়ায় স্কুলছাত্র স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, সদরের শিকারপুর তালুকদারপাড়ায় গ্রামীণ সড়কে শুক্রবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী নিহত ও অপর স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রোহান (১৬)। বাড়ি দশটিকা সরকারপাড়া। সে স্থানীয় ইউপি মেম্বার জহুরুল ইসলামের ছেলে ও নুনগোলা হাইস্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ জানায়, রোহান ও তার বন্ধু মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র মিল্লাত (১৬) মোটরসাইকেলে গ্রামের পাকা সড়ক ধরে ঘুরছিল। হঠাৎ কাঠের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই রোহানের মৃত্যু হয়। গুরুতর মিল্লাতকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। গোবিন্দগঞ্জে বাইসাইকেল আরোহী নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের ডাচ-বাংলা ব্যাংকের সামনে বগুড়া-রংপুর মহাসড়কে শনিবার ট্রাকচাপায় মিজানুর রহমান (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মিজানুর রহমান ফুলবাড়ি ইউনিয়নের বড় সোহাগি গ্রামের পিতা খাদেমুল ইসলামের ছেলে। ফরিদপুরে এসি ল্যান্ড আহত নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ্ মোঃ সজীব (২৯)। শুক্রবার রাত ১১টার দিকে ফরিদপুর শহরের শ্রীঅঙ্গন এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।আহত শাহ্ মোঃ সজীবকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাতের একটি হাড় ভেঙ্গে গেছে। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুম রেজা জানান, একটি বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে গত শুক্রবার রাত ১১টার দিকে ঘটনাস্থলে যাচ্ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহ্ মোঃ সজীব। তাকে বহনকারী গাড়িটি শ্রীঅঙ্গন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি এ্যাম্বুলেন্সের সঙ্গে গাড়িটির সামনাসামনি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
×