ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বন কর্মকর্তার বিরুদ্ধে কিশোরকে নির্যাতনের অভিযোগ

প্রকাশিত: ২৩:৫২, ১৬ আগস্ট ২০২০

বন কর্মকর্তার বিরুদ্ধে কিশোরকে নির্যাতনের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে শিশু নির্যাতনের ভয়াবহ ঘটনার মধ্যে সুন্দরবনের শরণখোলা রেঞ্জে ৪দিন আটকে রেখে এক কিশোরকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ওসি আবুল কালামের বিরুদ্ধে ইমাম হোসেন (১২) নামে ওই কিশোরকে আটকে নির্যাতনের অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার রাত ১০টার দিকে নির্যাতনের শিকার কিশোরকে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইমাম হোসেন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে। তবে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন নির্যাতনের ওই অভিযোগ সাজানো নাটক বলে দাবি করেছেন। দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ১৫ আগস্ট ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খ-ে বিএসএফ’র গুলিতে কাশেম (৩৫) নামে বাংলাদেশী এক চোরাকারবারি নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ওপার ভারত ভূ-খ-ের জলঙ্গী থানার ১৩নং মাজদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাশেম দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্ত এলাকার আব্দুর রহমানের ছেলে। রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ ম-ল জানান, চোরাকারবারি কাশেম অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার জলঙ্গী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে গুলি করলে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে তার লাশ বিএসএফ নিজ ক্যাম্পে নিয়ে যায়।
×