ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০৭৫ বার কোরান খতম

জাতীয় শোক দিবসে খুলনায় ব্যতিক্রমী আয়োজন

প্রকাশিত: ২৩:৫২, ১৬ আগস্ট ২০২০

জাতীয় শোক দিবসে খুলনায় ব্যতিক্রমী আয়োজন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ব্যতিক্রমী কর্মসূচী পালন করা হয়েছে। ‘মুজিববর্ষ ও জাতীয় শোক দিবস’-এ ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ওই কাল রাতে শাহাদাত বরণকারী সকল শহীদ সূর্যসন্তান ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাগণের সম্মানে জেলা প্রশাসনের আয়োজনে ২০৭৫ বার পবিত্র কোরান খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহান এ নেতার আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করে তাঁর মৃত্যু ১৯৭৫ সালের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯৭৫ সংখ্যক এবং ২০২০ সালটি জাতির পিতার জন্মশতবার্ষিকী হওয়ায় শতক বা ১০০ সংখ্যক; অর্থাৎ মোট ২০৭৫ বার কোরান শরীফ খতম দেয়া হয়। উদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতিতে স্ব-স্ব মাদ্রাসায় হাফেজ ছাত্রগণ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র কোরান শরীফ খতম এবং ১৫ আগস্ট, ২০২০-এ বাদ জোহর উপজেলা ও মহানগরীতে ‘কনফারেন্স জুম ক্লাউড’- এর মাধ্যমে আয়োজিত দোয়া মাহফিল ও মোনাজাতে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামালসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং ‘জুম ক্লাউড কনফারেন্স’ এর মাধ্যমে সংযুক্ত ছিলেন সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন, খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, কেএমপি’র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির এবং খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম প্রয়োগের মাধ্যমে খুলনা জেলায় মহানগরী ও উপজেলাসমূহের সকল মাদ্রাসায় ‘জুম ক্লাউড কনফারেন্স’এর মাধ্যমে খুলনা জেলা প্রশাসন এই অনন্য উদ্যোগ গ্রহণ করে। সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে বিশেষ প্রার্থনা আয়োজিত হয়। এদিকে এদিন সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, কেএমপির পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
×