ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ির প্রতিকৃতি

প্রকাশিত: ২৩:৫১, ১৬ আগস্ট ২০২০

বরিশালে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ির প্রতিকৃতি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত ধানম-ির ৩২ নম্বরের বাড়ির আদলে একটি প্রতিকৃতি নির্মাণ করা হয়েছে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে। সেই বাড়ির সামনে এবং মূল ফটকে বেশ কিছু প্ল্যাকার্ডে বঙ্গবন্ধুসহ তার পরিবারের ১৮ জন সদস্যর ছবি ও বিভিন্ন উক্তি ‘কাঁদো বাঙালি কাঁদো’, ‘মুজিব মানে আর কিছু না, মুজিব মানে মুক্তি-পিতার সঙ্গে সন্তানের না লেখা চুক্তি’ এ ধরনের লেখা শোভা পাচ্ছে। বরিশালের সন্তান কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আরিফিন মোল্লার উদ্যোগে রায়পাশা কড়াপুর ইউনিয়নের মোল্লা বাড়িতে বঙ্গবন্ধুর ধানম-ি ৩২ নম্বরের বাড়ির আদলে নির্মিত প্রতিকৃতি স্ব-চক্ষে দেখতে সর্বস্তরের মানুষ ভিড় করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ ধরনের ব্যতিক্রর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বরিশালবাসী। করোনার কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে শনিবার বাদ জোহর আরিফিন মোল্লার নিজ বাড়িতে জাতির পিতা বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দিনভর কোরান খতম ও দুপুরে দোয়া-মোনাজাত করা হয়। শেষে বাদ জোহর সদর উপজেলার ২০টি এতিমখানা ও মাদ্রাসায় খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলাসহ নগরীর প্রধান প্রধান সড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন এলাকায় কালো রঙের অসংখ্য তোরণ নির্মাণসহ ব্যানার ও পোস্টার সাঁটানো হয়েছে। সূত্রমতে, জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ড থেকে শুরু করে বাসস্ট্যান্ড, মহাসড়কের পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে একটি করে শোক তোরণ নির্মাণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে লাগানো হয়েছে শোক দিবসের পোস্টার, কেউ কেউ নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি শোক দিবসের তাৎপর্যমূলক বিভিন্ন উক্তি বা কথা তুলে ধরেছেন ব্যানার, পোস্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত জেলার একমাত্র ডিজিটাল ইউনিয়নখ্যাত গৌরনদী মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর উদ্যোগে পুরো ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনকে মাসের শুরুতেই কালো কাপড়ে ঢেকে দেয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচী অব্যাহত রয়েছে। অপরদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার ভোর ছয় টায় সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
×