ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যোগাযোগ বিচ্ছিন্ন

মির্জাপুরে সেতুর সংযোগ সড়কে ধস

প্রকাশিত: ২৩:৫১, ১৬ আগস্ট ২০২০

মির্জাপুরে সেতুর সংযোগ সড়কে ধস

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৫ আগস্ট ॥ বন্যার পানির স্রোতে ধসে পড়েছে মির্জাপুর-উয়ার্শী-বালিয়া আঞ্চলিক সড়কের রোয়াইল ব্রিজের সংযোগ সড়ক। বন্যার পানির প্রবল স্রোতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আরিচা মহাসড়কের সংযোগ সড়ক মির্জাপুর-উয়ার্শী-বালিয়া আঞ্চলিক এই সড়কটির রোয়াইল ব্রিজের সংযোগ সড়কে প্রথমে ফাটল ধরে। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে সড়কটি বন্যার পানিতে ধসে পড়ে। এতে উপজেলা সদরের সঙ্গে বিকল্প পথে ঢাকা ও মানিকগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া মির্জাপুর উপজেলার দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ উপজেলা সদরের আসতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জানা গেছে, স্বাধীনতার পর মির্জাপুর-উয়ার্শী-বালিয়া আঞ্চলিক সড়ক উপজেলার দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। জাতির জনক বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর পরবর্তী কোন সরকার দীর্ঘ দিনেও সড়কটি নির্মাণের উদ্যোগ নেয়নি। তবে প্রায় চার যুগ পর ২০১৭ সালে স্থানীয় এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেনের প্রচেষ্টায় জনগুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণ কাজ শেষ হয়। এর ফলে উপজেলার দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে। যানজটপ্রবণ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিকল্প সড়ক হিসেবেও এই সড়কটি ব্যবহৃত হয়ে আসছে। সড়কটি উদ্বোধনের নয় মাসের মাথায় নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছিল। পরবর্তীতে, ২০১৮ সালের ২০ মার্চ সরেজমিনে সড়কটি পরিদর্শন করে গিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। সেই সময় ওই কমিটি অনিয়মের সত্যতা পান। পানির প্রবল ¯্রােতে এই আঞ্চলিক সড়কের পুষ্টকামুরী, রাজনগর, ঘুগি, রোয়াইল অংশসহ বিভিন্ন অংশে ভাঙ্গন ধরে। বন্যার পানি কমার ফলে সড়কে ভাঙ্গনের খানাখন্দক দেখা দেয় এবং দুর্ভোগ বাড়তে থাকে এই সড়ক দিয়ে চলাচলকারী মানুষের। সড়ক পথে চলতে গিয়ে মানুষ এখন বিকল্প হিসেবে নৌকা ব্যবহার করছে। এতে একদিকে সময় লাগছে বেশি অন্যদিকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। বন্যার পানি কমার সঙ্গে সড়কটির রোয়াইল বাজার সংলগ্ন রোয়াইল ব্রিজের সংযোগ সড়কে ফাটল দেখা দেয়। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে প্রবল ¯্রােতে ব্রীজটির সংযোগ সড়ক ধসে বন্যার পানির তোড়ে পড়ে যায় এবং সড়ক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে রোয়াল ব্রিজের সংযোগ সড়ক ধসে পড়ার খবর পেয়ে শুক্রবার সড়ক বিভাগ ময়মনসিংহ জুনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মঈনুল হোসেন, ঢাকা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক (রক্ষণাবেক্ষণ সার্কেল) আবুল কালাম আজাদ ও স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের উপসহকারি প্রকৌশলী মোঃ এনামুল কবির ক্ষতিগ্রস্ত ব্রিজ ও সড়ক পরিদর্শন করেছেন।
×