ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর শোষণমুক্ত সোনার বাংলা গড়ার শপথ

প্রকাশিত: ২৩:৪৯, ১৬ আগস্ট ২০২০

বঙ্গবন্ধুর শোষণমুক্ত সোনার বাংলা গড়ার শপথ

জনকণ্ঠ ডেস্ক ॥ শনিবার সারাদেশে বেদনাবিধুর পরিবেশে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন নানা কর্মসূচী পালন ও আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তারা বঙ্গবন্ধুর শোষণমুক্ত সোনার বাংলা গড়ার শপথ নেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় রাজশাহীতে বঙ্গবন্ধুকে স্মরণ করে শনিবার দিনভর নানা কর্মসূচী পালিত হয়েছে। সকালে রাজশাহী নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এতে নেতৃত্ব দেন। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সকালে রাজশাহী কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নগরীর রানীবাজারে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার নগরীর লক্ষ্মীপুর মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের পক্ষ থেকে নগরীর সাহেবাবাজার জিরোপয়েন্ট এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের স্বাধীনতা চত্বরে রাজশাহী ১৪ দলের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে সরকারী নির্দেশনা মোতাবেক যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদ্যাপন করছে জেলা প্রশাসন। কর্মসূচী অনুযায়ী শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ৮টায় শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তন চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার হুমায়ুন কবীর, জেলা প্রশাসক আবদুল জলিল, জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহসহ সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা। ময়মনসিংহ সার্কিট হাউসে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই শ্রদ্ধা নিবেদন চলে সকাল ১০টা পর্যন্ত। বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংরক্ষিত আসনের এমপি মনিরা সুলতানা মনি। এরুপ ময়মনসিংহ সিটির মেয়র ইকরামুল হক টিটু, জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা পরিষদ, বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তাগণ, ডিআইজি-ময়মনসিংহ রেঞ্জ কর্মকর্তাগণ, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও র‌্যাবসহ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতৃবৃন্দ অবিলম্বে বঙ্গবন্ধুর বাকি খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান। একইসঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃপ্ত শপথ নেন নেতাকর্মীরা। বগুড়া সূর্যোদয়ের সঙ্গে সকল সরকারী বেসরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান বাসাবড়ি, সংগঠন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকালে শহরের কেন্দ্রস্থল বীরশ্রেষ্ঠ স্কোয়ার সংলগ্ন টেম্পল রোডের ধারে স্থাপিত মুজিব মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, বিএমএ স্বাচিপসহ সকল পেশাজীবী সংগঠন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমিসহ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের পর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। কুমিল্লা শনিবার সকালে নগর উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ বিভিন্ন সরকারী-বেসরকারী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে নগরীর রামঘাট এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন স্বপন, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ। এর আগে জেলার বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘চেতনায় বঙ্গবন্ধু’ ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তারসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। নেত্রকোনা সকাল ন’টায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, হাবিবা রহমান খান শেফালী এমপি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, নেত্রকোনা পৌরসভা, সদর উপজেলা পরিষদ, আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, প্রেসক্লাব, রেডক্রিসেন্ট সোসাইটি, উদীচী, শতদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন জেলা শহরের মুক্তমঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১০টায় স্থানীয় পাবলিক হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। জেলা প্রশাসক কাজী মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, হাবিবা রহমান খান শেফালী এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, রেডক্রিসেন্টের সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ। পঞ্চগড় জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর নতুন ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে ফিতা কেটে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম খান ওয়ারেশী নবনির্মিত ম্যুরালের উদ্বোধন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও মোনাজাত করা হয়। ব্রাহ্মণবাড়িয়া শনিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ জেলা আওয়ামী লীগও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক-সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে স্থানীয় আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ শহরের মুক্তিরমোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অস্থায়ী বেদিতে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মোঃ আব্দুল মালেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন-অর-রশিদসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন, সরকারী-বেসরকারী ও স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠান, নওগাঁ জেলা প্রেসক্লাব, বেসরকারী উন্নয়ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অপরদিকে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে শহরে একটি বিশাল শোকর‌্যালি বের করা হয়। গাইবান্ধা দিনের শুরুতেই সরকারী ও বেসরকারী ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়। সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি এবং পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। জয়পুরহাট শনিবার সকালে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক শরীফুল ইসলাম, এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ, জয়পুরহাট প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জেলা প্রশাসন আয়োজিত শিল্পকলা একাডেমি মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। বক্তব্য রাখেন প্রধান অতিথি সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রমুখ। কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ, পৌরসভাসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান নানান কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে। শনিবার সকালে জেলা আওয়ামী লীগ শাপলা মোড়স্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও শোক র‌্যালির আয়োজন করে। পরে সকাল ৯টায় কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ, কুড়িগ্রাম প্রেসক্লাব, পৌরসভাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী ও পেশাজীবী সংগঠন। শোক জানাতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ জাফর আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র আব্দুল জলিল, প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। মাদারীপুর শনিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসন, বিচার বিভাগ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠন ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ১০টায় মাদারীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠনের ব্যক্তিবর্গ। এছাড়াও সকালে শহরের পুরান বাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ ও যুবলীগসহ অন্য সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। টাঙ্গাইল শনিবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আতাউল গনি এবং পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, সদর উপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারী প্রমুখ। এরপর জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, র‌্যাব, টাঙ্গাইল ফায়ার সার্ভিস, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেসক্লাব, জেলা যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চট্টগ্রাম ভাবগম্ভীর পরিবেশে চট্টগ্রামে শনিবার জাতীয় শোক দিবস পালিত হয়। বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালিত এ দিবসে বক্তারা বলেন, বাংলার অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতির আলোকবর্তিকা। যার আলোয় বাঙালী জাতি আজ বিশ^ দরবারে সমহিমায় আলোকিত। বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতির জন্য এক কলঙ্কময় দিন, জাতীয় শোক দিবস। আজ থেকে ৪৫বছর আগে ১৯৭৫ সালের এদিনে পাক হায়েনাদের প্রেতাত্মা তথা একদল বিপথগামী সেনা সদস্যদের একটি চক্রান্তকারী গ্রুপ সপরিবারে হত্যা করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ওরা শয়তানের প্রেতাত্মা, ওরা জঘন্য। ওরা বিপথগামী হিং¯্র জানোয়ারের দল। জাতির পিতার পঁয়তাল্লিশতম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে। সংগঠনসমূহের উদ্যোগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চবিতে আয়োজিত আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আক্তার বলেন, রাজনীতির মহাকবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধুকে সপরিবারে ১৫ আগস্টের কালরাতে হত্যার এ ক্ষতচিহ্ন বাঙালী জাতিকে বয়ে বেড়াতে হবে যুগের পর যুগ। আলোচনা সভায় বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর মোঃ মঈনুল হাসান,চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ। চসিকের আলোচনা সভায় প্রধান অতিথি নবনিযুক্ত প্রশাসক মোঃ খোরশেদ আলম সুজন বলেন, বঙ্গবন্ধু একদিন যে অঙ্গুলি উঁচিয়ে বাঙালী জাতিকে জাগিয়ে তুলেছিলেন, বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই স্বাধীন বাংলাদেশে তার অঙ্গুলি চিরদিনের জন্য নিস্তেজ করে দেয় ঘাতকের দল। বাগেরহাট শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতা উদ্যানে বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, ডিডিএলজি দেব প্রসাদ পাল ও জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শরীফা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দুস্থদের দুর্যোগ সহনশীল ঘরের চাবি হস্থান্তর করা হয়। পরে দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে শালতলার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। কিশোরগঞ্জ শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সস্পাদক এমএ আফজল, জেলার পিপি ও বারের সভাপতি শাহ আজিজুল হক, পৌর মেয়র মাহমুদ পারভেজসহ বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা ছাড়াও মুক্তিযোদ্ধা, স্কাউটস, আওয়ামী লীগসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে ডিসি অফিসে প্রযুক্তির মাধ্যমে শোক দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি। এতে জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানসহ অন্যরা জুম ভিডিওতে অংশ নেন। বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও অনুরূপ কর্মসূচী পালন করা হয়। রাঙ্গামাটি শনিবার সকাল ৮টায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (রাবিপ্রবি), রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনসমূহ। এর পর জেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল এবং যুব উন্নয়ন অধিদফতরের চেক বিতরণ করা হয়। এছাড়া জেলা আওয়ামী অফিস ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেরপুর শনিবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী, পৌর মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরুসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার শনিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বিশাল শোক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সাতক্ষীরা শনিবার ভোরে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারী ভবনসমূহে জাতীয় পাতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এছাড়া কোরান তেলাওয়াত, দোয়া, আলোচনা সভা ও বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল মাল্য অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের খুলনা রোড মোড়ে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে মাল্য অর্পণ করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ও এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদসহ জেলা প্রশাসক এস.এম মোস্তাফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল সাড়ে ১০টায় ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্বে) প্রফেসর ড. মোঃ শাহজাহানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, অফিসার্স এ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি ও বশেমুরবিপ্রবি ছাত্রলীগ। যশোর শনিবার সকালে সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শাহীন চাকলাদার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া যশোর জেলা প্রশাসন, পৌরসভা, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন করা হয়। করোনা দুর্যোগের কারণে অন্যান্য বারের মতো এবার সকালে শহরে শোক র‌্যালি বের হয়নি। তবে শহরের বকুলতলা বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এছাড়া শহরের মোড়ে মোড়ে বাজানো হয় জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। বিতরণ করা হচ্ছে মানবভোজ। আমতলী কর্মসূচীর মধ্যে ছিল জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কোরান খতম, দোয়া মোনাজাত, এতিমখানা ও হাসপাতালে বিশেষ খাবার বিতরণ। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান। পিরোজপুর কর্মসূচীর মধ্যে সকাল ১০টায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম এমপি, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, সরকারী-বেসরকারী, আধাসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম এমপি। এছাড়াও জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক মালিক সমিতির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন। গাজীপুর শনিবার জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা দিনব্যাপী বিস্তারিত কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, আলোচনা সভা ও খাদ্য বিতরণ প্রভৃতি। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ প্রমুখ। ঈশ্বরদী শনিবার দিনব্যাপী বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশকে পূর্ণাঙ্গ সোনার বাংলায় পরিণত করার অঙ্গীকারের মধ্য দিয়ে জাতির জনকের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, ঈশ^রদী উপজেলা প্রেসক্লাব, আইনজীবী পরিষদ, চালকল মালিক গ্রুপ ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে। পুষ্পমাল্য অর্পণের আগে শহরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যা ভোকেট রবিউল আলম বুদু, ঈশ^রদী উপজেলা প্রেসক্লাব,আইনজীবী পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহরে শোক র‌্যালি বের করা হয়। সাভার শনিবার সকালে সাভার প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া, ভৈরব, ভালুকা, হাতিয়া, কেরানীগঞ্জ ও লালপুরসহ দেশের বিভিন্নস্থানে জাতীয় শোক দিবস পালন করা হয়।
×