ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বুদাপেস্টে পানিতে ডুবে বাংলাদেশী শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ২৩:১০, ১৬ আগস্ট ২০২০

বুদাপেস্টে পানিতে ডুবে বাংলাদেশী শিক্ষার্থীর মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে লেকের পানিতে ডুবে এক প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তার নাম আমান উল্লাহ আমান। তিনি ‘স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকাম’ নামে শিক্ষাবৃত্তির অধীনে ইউনিভার্সিটি অব সেগেডে এ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছিলেন। খবর বাংলানিউজের। আমানের সহপাঠীরা জানান, শুক্রবার সন্ধ্যায় বুদাপেস্টের উপকণ্ঠের একটি লেকে বন্ধুদের সঙ্গে গোসল করতে যান আমান। এক সময় আচমকা তিনি পানিতে ডুবে যেতে থাকেন ও নিখোঁজ হন। তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ও খুঁজে না পেয়ে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে ওইদিন রাতে আমানের লাশ উদ্ধার করে পুলিশ। গত বছর সেপ্টেম্বরে শিক্ষাবৃত্তি নিয়ে হাঙ্গেরি আসেন আমান। তিনি সৈয়দপুর সরকারী কারিগরি কলেজে ২০১৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তার লাশ পুলিশী হেফাজতে রাখা হয়েছে এবং আগামী মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে বলে জানান আমানের সহপাঠীরা। লাশ বাংলাদেশে পাঠানোর জন্য ইতোমধ্যে তার পরিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে।
×