ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সারাদেশে চার লাখ বৃক্ষ রোপণ কর্মসূচী শুরু

প্রকাশিত: ২৩:০৯, ১৬ আগস্ট ২০২০

সারাদেশে চার লাখ বৃক্ষ রোপণ কর্মসূচী শুরু

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সারাদেশে চার লাখ বৃক্ষ রোপণ কর্মসূচী শুরু করেছে বাংলাদেশের কাথলিক খ্রীস্টান সমাজ। ঢাকার মোহম্মদপুর সিবিসিবি সেন্টারে এই কর্মসূচীর উদ্বোধন করেন ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডিরোজারিও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অর্থপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে বাংলাদেশের কাথলিক খ্রীস্টান সমাজ এ কাজের উদ্যোগ নিয়েছে। সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চার লাখ কাথলিক খ্রীস্টানের প্রত্যেকে একটি করে ফলজ চারা রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমে অংশগ্রহণ করবে। বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর সহ-সভাপতি ও কারিতাস বাংলাদেশের প্রেসিডেন্ট বিশপ জের্ভাস রোজারিওর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডিরোজারিও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন ডাইয়োসিসের বিশপগণ, কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো রোজারিও, বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিওসহ খ্রীস্টান মিশনারি শিক্ষাপ্রতিষ্ঠান ও আর্থ-সামাজিক প্রতিষ্ঠানের প্রধানরা। আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডিরোজারিও বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জনসংখ্যার বৃদ্ধির কারণে এবং এই জনগণের বহুবিদ চাহিদা পূরণ করতে গিয়ে বন ও বৃক্ষ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ফলে পৃথিবীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হানা দিচ্ছে। এমনিতর অবস্থায় সচেতন মহল প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ওপর জোর দিচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে গঠিত সিবিসিবির অধীন কেন্দ্রীয় কমিটি বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করেছে। তাই বিশ্বজনীন ম-লী ও দেশের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশ কাথলিক ম-লী ৪ লাখ বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে প্রাকৃতিক ভারসাম্য আনয়নে ও দেশের উন্নয়নে কিছুটা হলেও অবদান রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন আর্চ বিশপ। গীর্জায় গীর্জায় বিশেষ প্রার্থনা ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গীর্জায় গীর্জায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা সভা। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ অন্য যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ হয়েছিলেন তাঁদের আত্মার শান্তি কামনা করে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়। রাজধানীতে প্রধান প্রার্থনা সভা বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশন ও খ্রীস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে তেজগাঁও হলি রোজারি চার্চে অনুষ্ঠিত হয়। খ্রীস্টযাগে পৌরহিত্য করেন তেজগাঁও ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার সুব্রত বি গমেজ। খ্রীস্টযাগের পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি ও খ্রীস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টির সচিব নির্মল রোজারিও। প্রার্থনা সভা শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই, কোড়াইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও এ্যাসোসিয়েশনের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নিখিল মানখিনসহ ব্রতধারি-ব্রতধারিণী ও বিপুল সংখ্যক খ্রীস্টভক্ত। দিবসটি উপলক্ষে বিভিন্ন এতিমখানা ও দাতব্য প্রতিষ্ঠানে দুস্থদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হয়।
×