ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবি ও না’গঞ্জে ঘৃণা স্তম্ভ

প্রকাশিত: ২৩:০৯, ১৬ আগস্ট ২০২০

ঢাবি ও না’গঞ্জে ঘৃণা স্তম্ভ

জনকণ্ঠ ডেস্ক ॥ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের ঘৃণা জানাতে স্থাপিত হয়েছে ‘ঘৃণা স্তম্ভ’। সেখানে খুনীদের ছবিতে ঝাড়ু ও জুতার মালা পরিয়ে ঘৃণা জানানো হয়। মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নারায়ণগঞ্জ শাখা স্তম্ভটি স্থাপন করে। ঢাবি সংবাদদাতা জানান, শোকাবহ ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যাকা-ের সঙ্গে জড়িত পাকিস্তানী দোসরদের ঘৃণা প্রদর্শন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সম্মুখে ঘৃণা স্তম্ভ তৈরি করে জুতা নিক্ষেপের মাধ্যমে ঘৃণা প্রদর্শন করে সংগঠনের নেতাকর্মীরা। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, ঢাবি শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক আরাফাত তূর্য, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাকসুদ হাওলাদার, চকবাজার থানার সভাপতি আশরাফ উদ্দিন স্বাধীনসহ আরও অনেকে। নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, নগরীর চাষাঢ়ার জিয়া হল প্রাঙ্গণে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার শহীদ পরিবারের সদস্যদের আত্মস্বীকৃত খুনীদের ছবি সংবলিত ‘ঘৃণা স্তম্ভ’ স্থাপন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ মহানগর শাখা। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এ ঘৃণা স্তম্ভ স্থাপন করা হয়। ঘৃণা স্তম্ভে আত্মস্বীকৃত খুনীদের ছবিতে ঝাড়ু ও জুতার মালা পরিয়ে ঘৃণা প্রকাশ করা হয়। শনিবার অনেকেই এ ঘৃণা স্তম্ভের দেখতে এসে আত্মস্বীকৃত খুনীদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, ওয়াটো বাংলাদেশ চ্যাপ্টারের জেলা সভাপতি মাহিম এমিল, মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ শাখার সভাপতি সৈকত বাপ্পি, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ঢালীসহ অনেকে। ঘৃণা স্তম্ভের মোড়ক উন্মোচনকালে ছাত্রলীগ নেতা শেখ সাফায়েত বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ১৯৭৫ এর ১৫ আগস্ট নৃশংসভাবে হত্যাকারীদের ছবি সংবলিত ঘৃণা স্তম্ভ স্থাপন করাটা বহু আগেই উচিত ছিল।
×