ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেরপুরে বিদুৎস্পৃষ্টে সহোদর ২ ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ২১:৫৬, ১৫ আগস্ট ২০২০

শেরপুরে বিদুৎস্পৃষ্টে সহোদর ২ ভাইয়ের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের ঝিনাইগাতীতে জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহোদর ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব সারিকালিনগর (বটতলা) গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে স্থানীয় মৃত শফিজ উদ্দিন ফকিরের ছেলে ইউসুফ আলী ফকির (৪২) ও ইয়াকুব আলী ফকির (৩৩)। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ইয়াকুব আলী গোসল করে তার ভেজা কাপড় বসতঘরের বারান্দার পিলারসহ বাড়ির উঠানের বড়ই গাছ ও সুপারি গাছের সাথে বাঁধা জিআই তারে কাপড় শুকাতে দিতে গেলে আগে থেকে টিনের চাল ও ওই তার বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ওইসময় ছোট ভাই ইয়াকুব আলী ফকিরকে বাঁচাতে গিয়ে বড় ভাই ইউসুফ আলীও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন ২ ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
×