ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্লাবে পরিবর্তন দরকার, স্বীকার করলেন পিকে

প্রকাশিত: ২০:১২, ১৫ আগস্ট ২০২০

ক্লাবে পরিবর্তন দরকার, স্বীকার করলেন পিকে

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা বিরতির পর ফুটবলে ফেরাটা সুখকর হলো না বার্সেলোনার। মাঠে ফিরেই হারিয়েছে লা লিগার শ্রেষ্ঠত্ব। লা লিগার ব্যর্থতা কাটিয়ে স্বপ্ন দেখেছিল চ্যাম্পিয়নস লিগ নিয়ে। কিন্তু এবার সে স্বপ্নটাও ভেঙে দিল বায়ার্ন মিউনিখ। শেষ আটের লড়াইয়ে বায়ার্নের কাছে আট গোলে হেরে লিগ থেকে ছিটকে গেল বার্সা। এমন বাজে হারের পর পুরো ক্লাব নিয়ে প্রশ্ন উঠেছে। নানা প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের সামনে ক্লাবে পরিবর্তন আনার বার্তা দিলেন দলটির ডিফেন্ডার জেরার্ড পিকে। গতকাল শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে ৮-২ গোলে হেরেছে বার্সা। জয়ী দলের হয়ে জোড়া গোল করেছেন টমাস মুলার ও ফিলিপ কৌতিনহো। একবার করে জালের দেখা পেয়েছেন রবার্তো লেভানদোভস্কি, সের্গে জিনাব্রি, ইভান পেরিসিচ ও জশুয়া কিমিচ। প্রথম দল হিসেবে ইউরোপসেরা প্রতিযোগিতায় নকআউট পর্বে আট গোল করেছে বায়ার্ন। উল্টো পরিস্থিতি বার্সা শিবিরে। বায়ার্নের উৎসবের রাত দুঃস্বপ্নের মতো কাটাল কিকে সেতিয়েনের দল। একের পর এক গোল হজম করে শূন্য হাতে এবারের মৌসুম শেষ করলেন মেসি-সুয়ারেজরা। সব মিলিয়ে চরম বাজে একটি আসর পার করল স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচ শেষে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেন, আমি খুব ব্যথিত। আমাদের সবার কষ্ট হয়েছে। আমরা এভাবে খেলতে পারি না। এটা মেনে নেওয়া খুবই কঠিন। এর বেশি কিছু বলার নেই। এরপর পিকে বলেন, এটা কি একটা যুগের অবসান কিনা, আমি জানি না। তবে আমাদের মেনে নিতে হবে যে আমাদের একেবারে গোড়ায় আঘাত লেগেছে। শুধু খেলোয়াড়দের ব্যাপার নয়, ক্লাব হিসেবেও আমরা সঠিক পথে নেই। অনেকগুলো সাফল্যে ভরা বছর পার করে এসেছি। এবার আমরা লিগ জিতিনি, ইউরোপে জিতলাম না। তবে আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। আজ মাঠে যা হলো, তা মেনে নেওয়া যায় না। সামনের দিকে শক্ত অবস্থানে ফিরতে ক্লাবে পরিবর্তনের প্রয়োজনীয়তার বার্তা দিলেন এই ডিফেন্ডার, ক্লাবে পরিবর্তন দরকার। শুধু খেলোয়াড় নয়, আমি নির্দিষ্ট করে বলতে চাই না। তবে ফুটবল এমন একটা খেলা, যেখানে পরিবর্তন নিয়মিত প্রয়োজন। ঘুরে দাঁড়াতে কী প্রয়োজন, তার খোঁজ করতে হবে আমাদের, যেসব মানুষ এই ক্লাবের জন্য সঠিক কাজটা করবে, তাদের ওপর আস্থা রাখতে হবে। যদি তালিকা ধরে পরিবর্তনের কথা বলতে চাই, তাহলে সর্বপ্রথম আমি নিজেকে নিয়েই সেটা মেনে নেব। আজকের ম্যাচের ফল ভয়াবহ। হতাশাজনক। সব পর্যায়েই আমাদের কাঠামোগত পরিবর্তন দরকার।
×