ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব দাবা দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের জয়

প্রকাশিত: ১৯:৫৫, ১৫ আগস্ট ২০২০

বিশ্ব দাবা দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব দাবা সংস্থার (ফিদে) আয়োজনে অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াডের ডিভিশন-২,পুল এ- এর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ খেলা শনিবার অনুষ্ঠিত হয়।ষষ্ঠ রাউন্ডের খেলায় বাংলাদেশ ৪-২ গেম পয়েন্টে কিরগিজিস্তানকে হারায়। কিরগিজিস্তানের সাথে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা যথাক্রমে কিরগিজিস্তানের আন্তর্জাতিক মাস্টার তোলোগোতেজিন সেসেটি, দেজেনবায়েভ আজিজ, আলিমবাই কিজি আইজান ও মুসায়েভা শাকনাজিকে হারান। গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ যথাক্রমে কিরগিজিস্তানের আন্তর্জাতিক মাস্টার আব্দিজায়াপার আজিল ও সোভেটবেকোভা নুরাইয়ের কাছে হেরে যান। চতুর্থ রাউন্ডের খেলায় বাংলাদেশ ২-৪ গেম পয়েন্টে অস্ট্রেলিয়ার কাছে গেলেও বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান জয় পান। নিয়াজ অস্ট্রেলিয়ার গ্র্যান্ডমাস্টার ম্যাং ইলিংগ্রোথকে এবং ফাহাদ অস্ট্রেলিয়ার গ্র্যান্ডমাস্টার কোইবোকারভ তিমুরকে হারান। অন্য চারটি বোর্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা যথাক্রমে অস্ট্রেলিয়ার গ্র্যান্ডমাস্টার লাই মোলথুন, মহিলা গ্র্যান্ড মাস্টার ঝাং জিলিন, মহিলা ফিদেমাস্টার ইয়েন থু জিয়াং ও মহিলা ফিদেমাস্টার লিম ক্যাসান্দ্রার কাছে হেরে যান। পঞ্চম রাউন্ডের বাংলাদেশ বুলগেরিয়ার কাছে ৬-০ গেমে পয়েন্টে পরাজিত হয়। পঞ্চম রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার সামিহা শারমীন সিম্মী, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম যথাক্রমে বুলগেরিয়ার গ্র্যান্ডমাস্টার আলেকজান্ডার দেলচেভম, ফিদেমাস্টার পেটকভ মমচিল, মহিলা গ্র্যান্ডমাস্টার নিকোলোভা আদরিয়ানা, ফিদেমাস্টার এন্টাভা গেবরিয়েলা, আন্তর্জাতিক মাস্টার পেট্রোভ মারটিন ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রাদেভা ভিক্টোরিয়ার কাছে হেরে যান। বাংলদেশ দল ২ ম্যাচ পয়েন্ট ও ১২ গেম পয়েন্টে অর্জন করেছে। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে পুল-এ খেলা অনুষ্ঠিত হবে এবং শীর্ষস্থান প্রাপ্ত ৩টি দল টপ ডিভিশনে উন্নীত হবে।
×