ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে শিশু অপহরণ

প্রকাশিত: ১৯:৪১, ১৫ আগস্ট ২০২০

কক্সবাজারে শিশু অপহরণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়ায় নানীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ১৬ মাস বয়সী এক শিশুকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় পেকুয়া সদর মেহেরনামা বাজার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতিম শিশুর নানী মোশরফা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। জানা গেছে, বাদীর বড় মেয়ে তানিয়া জান্নাতকে স্বামী ও শশুর বাড়ির লোকজন চলতি বছর ২২ জানুয়ারি যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে হত্যা করে। এ নিয়ে মোশরফা বেগম বাদী হয়ে তার মেয়ে তানিয়ার স্বামী, শাশুরী ও এক দেবরকে আসামি করে পেকুয়া থানায় হত্যা মামলা করেছে। তানিয়া নিহতের পর পেকুয়া থানা পুলিশ ও গণ্যমান্য লোকজন শিশুকে তার নানীর জিম্মায় লালন পালন করার জন্য দেয়। মোশরফা বেগম অভিযোগ করে জানান, ১৬ মাস বয়সী নাতি আব্রাহাম তাহসিনকে স্ত্রী রেহেনা বেগম, পুত্র নুরুল আবছার প্রকাশ মিয়া ও মেয়ে তছলিমা বেগমসহ কয়েকজন লোক ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার বাড়ী থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দেখা হচ্ছে।
×