ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর আদর্শেই ‘জনমুখী জনপ্রশাসন’: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

প্রকাশিত: ১৮:৫৯, ১৫ আগস্ট ২০২০

বঙ্গবন্ধুর আদর্শেই ‘জনমুখী জনপ্রশাসন’: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

অনলাইন রিপোর্টার ॥ ‘জনমুখী জনপ্রশাসন’ গড়ে তুলতে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জাতীয় শোক দিবসে শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় ‘ভার্চ্যুয়াল কনফারেন্স’ এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পনেরোই আগস্ট এ দেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় দিন। যে ব্যক্তিটি আজীবন এ দেশের স্বাধীনতা আর মানুষের জন্য ত্যাগ করে গেছেন তাকেই আজকের এই দিনে সপরিবারে নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের শিকার হতে হয়। এমন কলঙ্কময় ইতিহাস বিশ্বের আর কোথাও নেই। বঙ্গবন্ধু আমাদের সত্তার সঙ্গে মিশে আছেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের আরেকটি নাম শেখ মুজিবুর রহমান। শুধু এ দেশেই নয়, সারা বিশ্বেই বঙ্গবন্ধু আর বাংলাদেশের নাম একইসঙ্গে উচ্চারিত হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এ দেশের স্বাধীনতা আর অর্থনৈতিক মুক্তির জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন। এ জাতির জন্য বঙ্গবন্ধু যে ত্যাগ স্বীকার করেছেন তা বিশ্বের ইতিহাসে বিরল। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব দিয়ে তিনি এ জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তার সেই স্বপ্নকে থামিয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধুর সেই ভেঙে দেওয়া স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়েরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে এখানে কর্মরত সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর বদরুন নেছার সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. রকিব হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রতিমন্ত্রী এরপর মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ‘ভার্চ্যুয়াল কনফারেন্স’ এর মাধ্যমে যোগদান করেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু এ জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। যতদিন এ দেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধুকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। প্রতিমন্ত্রী এসময় সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতারা অংশ নেন।
×