ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন দেওয়ায় শীর্ষ রুশ চিকিৎসকের পদত্যাগ

প্রকাশিত: ১৩:৪৪, ১৫ আগস্ট ২০২০

করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন দেওয়ায় শীর্ষ রুশ চিকিৎসকের পদত্যাগ

অনলাইন ডেস্ক ॥ বিশ্বের প্রথম নিরাপদ, সুরক্ষিত করোনার ভ্যাকসিন বের করার ঘোষণা দিয়েছে রাশিয়া। যদিও পুরো বিশ্বেই এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ, সংশয় আছে। আর এবার এতে নতুন মাত্রা যোগ করে রাশিয়ার শীর্ষ চিকিৎসক প্রফেসর আলেকজান্ডার চুচালিন। করোনার ভ্যাকসিনের রেজিস্ট্রেশন দেওয়ার পর রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এথিকস কাউন্সিল অর্থাৎ ন্য়য়নীতি সংক্রান্ত কমিটি থেকে পদত্যাগ করেছেন এই চিকিৎসক । গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, তারা করোনা মোকাবেলায় সারা বিশ্বে সবার আগে স্পুটনিক-৫ নাম দিয়ে একটি ভ্যাকসিন বের করেছেন, যা পুরোপুরি নিরাপদ, সুরক্ষিত। এমনকি সেই ভ্য়াকসিনের প্রথম ডোজটি দেওয়া হয় পুতিনের মেয়েকে। জানা গেছে, এথিকস কাউন্সিল থেকে পদত্যাগ করার আগে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন আটকে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন চুচালিন। এ নিয়ে প্রফেসর আলেকজান্ডার চুচালিন বলেন , পুতিনের করোনা ভ্যাকসিন ঘোষণার বেলায় মেডিকেল বিষয়ক ন্য়য় নীতি ‘চরম লঙ্ঘন করা হয়েছে’। ডেইলি মেইল।
×