ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে ফের হাজারের বেশি মৃত্যু

প্রকাশিত: ২২:১০, ১৫ আগস্ট ২০২০

ভারতে ফের হাজারের বেশি মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারত ফের একদিনে হাজারের বেশি মৃত্যু দেখল। ডাক্তারদের মৃত্যুও আশঙ্কজনক অবস্থায় পৌঁছেছে বলে ইন্ডিয়ান মেডিক্যাল এ্যাসোসিয়েশন (আইএমএ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে জানিয়েছেন। আর করোনামুক্ত হবার ১০১ দিন পর ফের সংক্রমণ শুরু হয় নিউজিল্যান্ডে। যেজন্য লকডাউন ঘোষণা করা হয় অকল্যান্ডে। সংক্রমণ বাড়তে থাকায় প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। ইরাকে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, এএফপি, রয়টার্স, এনডিটিভি ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, সারবিশ্বে শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই কোটি ১১ লাখ তিন হাজার ১১১ জন। এদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৫৮ হাজার ৩৫ জন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ মানুষই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৩৯ লাখ ৫০ হাজার ৭৭১ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৬৩ লাখ ৯৪ হাজার ৩০৪ জন। যাদের মধ্যে ৬৪ হাজার ৫০৪ জনের অবস্থা আশঙ্কাজনক। একদিনে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৮৪ হাজার ১১৩ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয় হাজার ৬৫৫ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। প্রতিদিনই গড়ে ৫০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি ও স্পেন। ভারতে ফের হাজার মৃত্যু ॥ গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার সাতজন। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৫ হাজার ৫৫৩ জন। একদিনে নতুন শনাক্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকেও ছাড়িয়েছে ভারত। গত কয়েকদিন ৬০ হাজারের ওপরে থাকছে নতুন শনাক্তের সংখ্যা। একই সঙ্গে মোট শনাক্ত হয়েছেন ২৪ লাখ ৬৫ হাজার ৬৬২ জন। মোট আক্রান্ত ৪৮ হাজার ১৮৮ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছেন ১৯ হাজার ৬৩ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত পাঁচ হাজার ৩৯৭ জন ছাড়িয়েছে। দেশের রাজধানীতে সেই সংখ্যাটা চার হাজার ১৬৭ জন। আক্রান্তের সংখ্যা বাড়লেও করোনায় গড়ে প্রতিদিনই ৫০ হাজারেও বেশি মানুষ সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ ১৭ লাখ ৫১ হাজার ৫৫ জন। লকডাউন বাড়াল নিউজিল্যান্ড ॥ নতুন করে একটি গুচ্ছ সংক্রমণের মাধ্যমে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৯ হওয়ার পরপরই ভাইরাসটির বিস্তার রোধে জারি থাকা লকডাউন সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ আরও ১২ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। করোনা সংক্রান্ত বিধিনিষেধ ও সতর্কতার চারটি পর্যায় রয়েছে নিউজিল্যান্ডে। ফের সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত বুধবার থেকে তৃতীয় ধাপের বিধিনিষেধ জারি রয়েছে যুক্তরাষ্ট্রে ফের মৃতুতে রেকর্ড ॥ করোনা মহামারীতে যুক্তরাষ্ট্রে আরও প্রায় দেড় হাজার মানুষের প্রাণহানীর রেকর্ড করা হয়েছে; যা গত মে মাসের মাঝামাঝি সময়ের পর একদিনে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, করোনায় এক হাজার ৫০০ জনের প্রাণ হারিয়েছে। ইরাকে সর্বোচ্চ সংক্রমণ ॥ গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে। দেশটিতে নতুন করে আরও প্রায় চার হাজার মানুষ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা মহামারী শুরুর পর দেশটিতে একদিনে এটাই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আরও তিন হাজার ৮৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
×