ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীমান্ত শহর খুলে দিলেন কিম

প্রকাশিত: ২০:১১, ১৫ আগস্ট ২০২০

সীমান্ত শহর খুলে দিলেন কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার সীমান্ত সংলগ্ন গুরুত্বপূর্ণ একটি শহর থেকে লকডাউন প্রত্যাহার করেছেন। শহরটিতে বেশ কিছুদিন ধরেই কয়েক হাজার মানুষ কোয়ারেনটাইনে ছিলেন। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এ কথা জানিয়েছে। খবর এপির। তবে বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের বৈঠকে কিম তার দেশের সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দেন এবং বাইরের দেশের সব রকম সহযোগিতা নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি কয়েক সপ্তাহে প্রচুর বৃষ্টিপাত, বন্যা ও করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে দেশটির অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। তার ওপর নতুন করে রাস্তাঘাট ও বাড়িঘর নির্মাণ করায় অর্থ সঙ্কটে পড়েছে দেশটি। কেসিএনএ জানিয়েছে, বন্যার পানিতে দেশব্যাপী অন্তত ৩৯ হাজার ২৯৬ হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে এবং ১৬ হাজার ৬৮০টি বাড়িসহ ৬৩০টি ভবন পানিতে তলিয়ে গেছে। তবে হতাহতের কোন ঘটনা জানা যায়নি। এদিকে সাম্প্রতিক বন্যায় দেশটির প্রধান পারমাণবিক স্থাপনার সঙ্গে সংযুক্ত পাম্প হাউসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি থিঙ্ক ট্যাংক। উপগ্রহের ছবির ওপর ভিত্তি করে থার্টি এইট নর্থ ওয়েবসাইটের বিশেষজ্ঞরা এ ধারণা করছেন। বন্যা বা আবহাওয়াজনিত দুর্যোগে ইয়ংবিয়ন পারমাণবিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পারমাণবিক চুল্লির কুলিং সিস্টেম যে কী পরিমাণ ঝুঁকিতে থাকে, বাণিজ্যিক উপগ্রহের ৬ থেকে ১১ আগস্টের ছবি তাই দেখাচ্ছে, বলেছে উত্তর কোরিয়ার বিভিন্ন ঘটনার ওপর নজর রাখা ওয়েবসাইট থার্টি এইট নর্থ।
×