ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রুশ টিকা নিয়ে সন্দেহ বাড়ছে

প্রকাশিত: ২০:১১, ১৫ আগস্ট ২০২০

রুশ টিকা নিয়ে সন্দেহ বাড়ছে

রাশিয়ার ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন বাজারে আসার খবরে বিশ্বের অনেক মানুষই স্বস্তির নিশ্বাস ফেলেছিল। তবে এই ভ্যাকসিনের প্রয়োগ এবং সফলতা নিয়ে সন্দেহ ক্রমেই বাড়ছে। খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-ভি এখনও চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে অংশই নেয়নি। তাদের কাছে চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে অংশ নেয়া যে ৯টি ভ্যাকসিনের তালিকা আছে, তাতে রাশিয়ার ভ্যাকসিনটির নাম নেই। এ অবস্থায় করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বে প্রথম অনুমোদন পাওয়া রুশ ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে। খবর সিনহুয়া অনলাইনের। খোদ রাশিয়ার এক কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, তাদের উদ্ভাবিত ভ্যাকসিনটি শুধু ১৮ থেকে ৬০ বছর বয়সীদের দেহে পরীক্ষা চালানো হয়েছে। শিশু ও ষাটোর্ধদের দেহে পরীক্ষা চালানো হয়নি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য জানিয়েছেন, এই ভ্যাকসিন ইতোমধ্যে তার মেয়ের শরীরে প্রয়োগ করা হয়েছে।
×