ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খাবার থেকে করোনা ছড়ায় না ॥ ডব্লিউএইচও

প্রকাশিত: ২০:১০, ১৫ আগস্ট ২০২০

খাবার থেকে করোনা ছড়ায় না ॥ ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, খাবার বা খাবারের প্যাকেট থেকে করোনাভাইরাস ছড়ায় না। তাই অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজনও নেই। ডব্লিউএইচও’র মিশেল রায়ান জানান, অতিমারীতে ইতোমধ্যেই মানুষ যথেষ্ট আতঙ্কিত হয়ে আছে। আর নতুন করে আতঙ্ক ছড়ানোর দরকার নেই। কোভিড টেকনিক্যাল হেড মারিয়া ভান কেরখোভে বলেন, চীনে সম্প্রতি মুরগির মাংসে করোনা পাওয়ার পর হাজার হাজার প্যাকেট পরীক্ষা করে দেখা হয়েছে। ১০ টিরও কম ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এসেছে। তাই খাবার, খাবারের প্যাকেট, ডেলিভারি করা খাবার থেকে করোনা ছড়ায় না বলেই আশ্বস্ত করেছেন তিনি। তিনি আরও জানান, এখন পর্যন্ত এ রকম কোন উদাহরণ নেই যে খাবারে ভাইরাস থাকলে, সেখান থেকে কেউ আক্রান্ত হয়েছেন। রান্না করলে অন্যান্য ভাইরাসের মতো করোনাভাইরাসও মরে যায়। উল্লেখ্য, সম্প্রতি ব্রাজিল থেকে ফ্রোজেন চিকেন উইংস আমদানি করেছিল দক্ষিণ চীনের শহর শেনজেন। সেগুলো পরীক্ষা করে রিপোর্টে করোনা পজিটিভ এসেছে, বৃহস্পতিবার একটি রিপোর্টে এমনটাই জানিয়েছে চীন। শেনজেন এপিডেমিক প্রিভেনশন এ্যান্ড কন্ট্রোল হেডকোয়ার্টার জানিয়েছে, আমদানি করা মাংস কেনার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও সচেতন থাকতে হবে, সংক্রমণের ঝুঁকি কমাতে সাবধানতা অবলম্বন করতে হবে। বুধবার চীন জানিয়েছে, ইকুয়েডরসহ অন্যান্য দেশ থেকে আমদানি করা চিংড়িতে করোনাভাইরাস পাওয়া গেছে। -বিবিসি
×