ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর লাগানো গাছ আজ কেবলই স্মৃতি ॥ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

প্রকাশিত: ১৬:২৪, ১৪ আগস্ট ২০২০

বঙ্গবন্ধুর লাগানো গাছ আজ কেবলই স্মৃতি ॥ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন বৃক্ষপ্রেমী মানুষ। দেশের বিভিন্ন অঞ্চলে তার নিজ হাতে লাগানো গাছ আজ বঙ্গবন্ধুর স্মৃতিবহন করে চলেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হচ্ছে-বাংলাদেশের ২৫ ভাগ এলাকা বনায়ন এবং সবুজ বেষ্টনীতে পরিবর্তন করতে হবে। ১৬ জুলাই প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনকালে পুরো বাংলাদেশে ১ কোটি বৃক্ষ রোপণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পানি উন্নন বোর্ড ১০ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ২ হাজার ৫শ’ কিলোমিটার দৈর্ঘ্যের বিভিন্নস্থানে ফলজ, ওষুধীসহ বিভিন্ন ধরণের গাছ লাগানো হবে। শুক্রবার বেলা ১১ টায় বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিন চরআইচা গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওয়তায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী উল্লেখিত কথাগুলো বলেছেন। নদী ভাঙ্গন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমরা ভাটির দেশের লোক, আমরা বড় বড় প্রকল্প হাতে নিয়েছি, পরিকল্পনাও অনেক রয়েছে। আমরা চেষ্টা করবো দেশের মানুষ যাতে নদী ভাঙ্গন থেকে রক্ষা পায়। ইতোমধ্যে নদী ভাঙ্গন এলাকায় আমাদের প্রকৌশলীরা কাজ শুরু করেছেন। দক্ষিণাঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এএম আমিনুল হক, বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান প্রমুখ। শেষে প্রতিমন্ত্রী শায়েস্তাবাদ ইউনিয়নে স্লুইজ ক্ষতিগ্রস্থ হয়ে রাস্তা ভেঙ্গে যাওয়া স্থান ও নগরীর বেলতলা খেয়াঘাট সংলগ্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
×