ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১৬:২১, ১৪ আগস্ট ২০২০

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে জাকারিয়া হোসেন চঞ্চল (১১) ও মিশন হোসেন (১২) নামে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে কোটচাঁদপুর উপজেলার রাজাপুর গ্রামের একটি পুকুর থেকে ওই ২ ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত মিশন হোসেন কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের ফুরকান আলীর ছেলে ও জাকারিয়া হোসেন চঞ্চল কোটচাঁদপুর উপজেলার বলুহর ঢালীপাড়ার বাহাদুর ঢালীর ছেলে। তারা কোটচাঁদপুর উপজেলার রাজাপুর আলহেরা হাফেজিয়া মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র ছিল। কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, কোটচাঁদপুরের রাজাপুর আলহেরা হাফেজিয়া মাদ্রাসার নূরানী বিভাগের ২ ছাত্র জাকারিয়া হোসেন চঞ্চল ও মিশন হোসেন বৃহস্পতিবার পাশের পুকুরে গোসল করতে যায়। অন্যরা ফিরে এলেও জাকারিয়া হোসেন চঞ্চল ও মিশন হোসেন নিখোঁজ ছিল। সন্ধ্যায় মাদ্রাসায় ফিরে না গেলে রাতভর পুকুর ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। পরে শুক্রবার সকালে এলাকাবাসি ওই পুকুরের মিশন ও জাকারিয়া হোসেন চঞ্চলের মৃতদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মিশন হোসেন ও জাকারিয়া হোসেন চঞ্চলের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
×