ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৭

প্রকাশিত: ১২:০৭, ১৪ আগস্ট ২০২০

ঠাকুরগাঁওয়ে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৭

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বাসিন্দা ৭৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। দীর্ঘদিন থেকে তিনি উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা এবং ক্রনিক কিডনি ডিজিজ এ ভুগছিলেন। এর আগে তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর পিসিআর ল্যাবে পাঠালে বৃহস্পতিবার তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০ জনে। এদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের তথ্যানুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত ঠাকুরগাঁওয়ে ৫ বিজিবি সদস্যসহ নুতন করে ২৭জন করোনা পজিটিভ ব্যক্তি শনাক্ত হয়েছেন। শনাক্ত সকলেরই অবস্থান ঠাকুরগাঁও সদর উপজেলায়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৫৯৬ জনে। এদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩০২ জন। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার। জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা: সুব্রত সেন এর দেওয়া তথ্য মতে ঠাকুরগাঁও সদর উপজেলায় করোনায় আক্রান্তদের মধ্যে শহরের হাজীপাড়ায় আক্রান্ত হয়েছেন দুইজন নারী ও ৩ জন পুরুষসহ মোট ৫ জন। আক্রান্ত দুই নারীরই বয়স ৫২ বছর, পুরুষদের বয়স ৩৫, ৭৪ ও ১৯। শহরের গোয়ালপাড়ায় আক্রান্ত হয়েছেন একই পরিবারের চারজন, তাদের বয়স ৪৭ (পুরুষ), ৩৯ (নারী), ১৮ (পুরুষ) ও ১৩ (পুরুষ)। শহরের হলপাড়ায় আক্রান্ত হয়েছেন ৭০ বছর বয়সী এক পুরুষ, মুন্সিরহাটে আক্রান্ত তহয়েছেন ৭৫ বছর বয়সী এক পুরুষ, কাজীপাড়ায় আক্রান্ত হয়েছেন ৭০ বছর বয়সী এক পুরুষ, ঠাকুরগাঁও রোড এলাকায় আক্রান্ত হয়েছেন ৫০ বছর বয়সী এক পুরুষ ও ৩৮ বছর বয়সী এক নারী, গোবিন্দনগরে আক্রান্ত হয়েছেন ২৫ বছর বয়সী এক যুবক, খাদেমুল ডেন্টাল কেয়ারে আক্রান্ত হয়েছেন ৩৫ বছর বয়সী এক পুরুষ। সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে আক্রান্ত হয়েছেন ৪৪ বছর বয়সী এক পুরুষ, রাজাগাঁ ইউনিয়নে আক্রান্ত হয়েছেন ২৩ বছর বয়সী এক তরুণ, সালন্দর মাদ্রাসাপাড়ায় আক্রান্ত হয়েছেন ৬১ বছর বয়সী এক পুরুষ, জগন্নাথপুর ইউনিয়নে আক্রান্ত হয়েছেন ২৭ বছর বয়সী এক পুরুষ, বেগুনবাড়ী ইউনিয়নে আক্রান্ত হয়েছেন ৫৭ বছর বয়সী এক পুরুষ এবং ঠাকুরগাঁও বিজিবি সদর দপ্তরে আক্রান্ত হয়েছেন ৫ বিজিবি সদস্য। এদিকে ক্রমেই ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত ও মৃতের হার বেড়ে যাওয়ায় জেলাবাসিকে বাড়ীর বাহিরে বের হলে মাস্ক পরিধানসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন ডা: সুব্রত।
×