ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত বাফুফে সহ-সভাপতি বাদল রায়

প্রকাশিত: ২৩:৫৮, ১৪ আগস্ট ২০২০

করোনায় আক্রান্ত বাফুফে সহ-সভাপতি বাদল রায়

স্পোর্টস রিপোর্টার ॥ গত এপ্রিলের মাঝামাঝির ঘটনা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি বাদল রায়ের প্রতিটি মুহূর্ত কাটছিল চরম উৎকণ্ঠায়। ঢাকার ওয়ারীতে যে বাসায় থাকেন তার পাশের বাসায় এক প্রতিবেশী করোনাভাইরাসে আক্রান্ত হন। তাকেসহ তার পরিবারকে আইসোলেশনে নেয়া হয়নি বলে এবং ওই ব্যক্তির পরিবারের বাচ্চারা অন্যান্য রাস্তার বাচ্চাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে বলে পুরো এলাকাটাই এখন করোনায় আক্রান্ত হবার আশঙ্কা করেছিলেন তিনি। এই ঘটনার চার মাস পর এবার নিজেই সেই করোনায় আক্রান্ত হলেন সাবেক তারকা ফুটবলার বাদল রায়। করোনার উপসর্গ নিয়ে পরশু রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ হন। চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার বাড়িতে ফিরে আসেন। আপাতত চিকিৎসকদের পরামর্শে বাসায় আছেন তিনি। তার পরিবারের আর কোন সদস্য করোনায় আক্রান্ত হননি। জানা গেছে- বাদল এখন ভাল আছেন। সামান্য গলা ব্যথা ছাড়া আপাতত তেমন কোন উপসর্গ নেই। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী বাসায় বিশ্রামে আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন। এর আগে ২০১৭ সালে মস্তিষ্কে রক্ষণজনিত কারণে দেশের বাইরে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছিল বাদল রায়কে। বাদল বাফুফের সহ-সভাপতি হিসেবে টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
×