ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অচিরেই অনুশীলনে ফিরবেন তামিম

প্রকাশিত: ২৩:৫৩, ১৪ আগস্ট ২০২০

অচিরেই অনুশীলনে ফিরবেন তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ গত ২৫ জুলাই পেটের পীড়ার চিকিৎসা নিতে লন্ডন গিয়েছিলেন তামিম ইকবাল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ফিরেছেন ১ আগস্ট ঈদ-উল-আজহার দিনেই। তবে করোনা পরিস্থিতির কারণে সরকারী নির্দেশনা মোতাবেক তারপর থেকে হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি। সেই স্বেচ্ছা অন্তরীণ থাকার সময় ফুরিয়ে যাচ্ছে শনিবার। এরপরই মাঠের অনুশীলনে ফিরতে পারেন বাংলাদেশ ক্রিকেট দলের এ অপরিহার্য ওপেনার। ইতোমধ্যে জাতীয় দলের অনেক ক্রিকেটারই ঈদের আগে ও পরে প্রথম দুই ধাপে অনুশীলন করেছেন, কিন্তু তামিমের ফেরা হয়নি অসুস্থতায়। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবার অনুশীলনের সময়সূচী দিলে এ বাঁহাতি ফিরবেন সেখানে এমনটাই জানিয়েছেন এ বাঁহাতি। ঈদের আগে বেশ কয়েকজন ক্রিকেটার ১০ দিন ধরে একক অনুশীলন করেন বিসিবির দেয়া পরিকল্পনা অনুসারে। দেশের ৪ ভেন্যুতে ক্রিকেটাররা প্রথম ধাপে অনুশীলন করেছেন। এবার সেটার পরিধি বেড়েছে ঈদের পর। ৮ আগস্ট শুরু হওয়া অনুশীলনে ক্রিকেটারের সংখ্যা বেড়েছে। কিন্তু তামিম এ দুই ধাপেই থাকতে পারেননি। তিনি দৌড়েছেন সুস্থতা লাভের জন্য। ৩ মাসেরও বেশি সময় ধরে পেটের ব্যথায় ভুগছিলেন তামিম। লন্ডন যাওয়ার কয়েক সপ্তাহ আগে সমস্যাটি তীব্র এবং নিয়মিত হয়ে যায়। পেটের পীড়ায় টানা ভোগান্তির কোন সমাধান দেশে পাননি। অনেক পরীক্ষা-নিরীক্ষায় বিফল হয়ে শেষ পর্যন্ত গত ২৫ জুলাই লন্ডন গিয়েছিলেন। ১ আগস্ট ঈদের দিন সকালে দেশে ফেরেন তিনি। এরপর নিজে থেকেই করোনা ঝুঁকি এড়াতে কোয়ারেন্টাইনে থাকেন। আজই শেষ হবে তার সেই ১৪ দিন মেয়াদের কোয়ারেন্টাইন। লন্ডনে গিয়ে যেসব পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন তার রিপোর্টও পেয়ে যাবেন। গুরুতর কিছু না হলে লন্ডনের চিকিৎসকের পরামর্শে দেশেই চিকিৎসা নেবেন। তবে অস্ত্রোপচার করাতে হলে আবার লন্ডন যেতে হবে তাকে। তবে তামিম চাইছেন অনুশীলনে ফিরতে। সবকিছু ঠিক থাকলে, আর শারীরিক কোন সমস্যা না থাকলে ১৬ আগস্ট (রবিবার) থেকেই মাঠে ফিরতে পারেন ওয়ানডে অধিনায়ক। এ বিষয়ে তামিম বলেন, ‘আমার কোয়ারেন্টাইন ১৫ আগস্ট শেষ হবে। আশা করছি ১৬ আগস্ট থেকে প্রশিক্ষণে যোগ দিতে পারব।’ আপাতত ক্রিকেটারদের একক অনুশীলন চলছে।
×