ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৃষ্টি আর এ্যান্ডারসনের বিরুদ্ধে ব্যাট হাতে লড়ছে পাকিরা

প্রকাশিত: ২৩:৫২, ১৪ আগস্ট ২০২০

বৃষ্টি আর এ্যান্ডারসনের বিরুদ্ধে ব্যাট হাতে লড়ছে পাকিরা

স্পোর্টস রিপোর্টার ॥ গত মাসেই সাউদাম্পটনের রোজ বোলে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে বিপাকে পড়েছিল স্বাগতিক ইংল্যান্ড। প্রথমদিনে ইংলিশরা ব্যাট করতে নেমে বৃষ্টির দাপটে পড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারাই হেরে গিয়েছিল। এবার সফরকারী পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার একই মাঠে নামার পর ব্যাট হাতে নিয়েছে। লাঞ্চের আগে বৃষ্টি বাগড়া দেয়, তাই আগাম লাঞ্চ হয়েছে। তবে খেলার খুব ক্ষতি হয়নি, ক্ষতি হয়নি তেমন পাকদেরও। গত দুই টেস্টে অনুজ্জ্বল জেমস এ্যান্ডারসন শুরুতেই ধাক্কা দিয়েছিলেন, কিন্তু আবিদ আলী দারুণ ব্যাট চালিয়ে যান। কিন্তু তিন অর্ধশতক পাওয়ার আগেই আবার এ্যান্ডারসন এবং বৃষ্টি হামলে পড়ে পাকদের ওপর। শান মাসুদের পর অধিনায়ক আজহার আলীকেও সাজঘরে পাঠিয়েছেন এ পেসার। এর কিছু পরেই আবার বৃষ্টিতে খেলা আটকে যায়। আবিদ ৪৯ রান নিয়ে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। পাকরা ২ উইকেটে ৮৫ রান তুলেছে এ্যান্ডারসন ও বৃষ্টির সঙ্গে লড়ে। সবেমাত্র নেমেছেন অন্যতম নির্ভরতা বাবর আজম (৭)। প্রথম টেস্টে দারুণ শুরুর পরও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় পাকরা। তাই এবার ব্যাটিং লাইন শক্ত করতে অভিজ্ঞ ফাওয়াদ আলমকে একাদশে নেয় তারা। ছিটকে গেছেন শাদাব খান। ২০০৯ সালের পর এই প্রথম আবার টেস্ট খেলার সুযোগ পেলেন ৩৪ বছর বয়সী ফাওয়াদ। তার পরীক্ষায় নামার জন্য হয়তো খুব বেশি অপেক্ষা করতে হবে না যেভাবে এ্যান্ডারসন তার গতির ঝড় তুলেছেন রোজ বোলে। টসব জিতে পাকরা ব্যাটিংয়ে নামার পরই তিনি ওপেনার শানকে (১) এলবিডব্লিউ করে সাজঘরে ফেরত পাঠান। তখন মাত্র ইনিংসের তৃতীয় ওভার। এরপর আবিদ ও আজহার দারুণ ব্যাট করছিলেন। বৃষ্টির জন্য আগাম লাঞ্চ ঘোষণা পর্যন্ত তারা পাকদের ১ উইকেটে ৬২ পর্যন্ত টেনে নিয়েছিলেন। লাঞ্চ ও বৃষ্টিশেষে খেলা শুরু হলে আর জুটিটা বড় হয়নি, এ্যান্ডারসনের দ্বিতীয় শিকার হয়েছেন ২০ রান করা আজহার। তারপর ৯৮ বলে ৬ চারে ৪৯ করা আবিদের সঙ্গে লড়াই শুরু করেন বাবর (৭)। কিন্তু ২ উইকেটে ৮৫ রান বোর্ডে উঠতেই আবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। সামনে পাকদের কঠিন সংগ্রাম করতে হবে তা প্রথমদিনের শুরুটাই বলে দিচ্ছে।
×