ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশেষ নাটকে কেয়া পায়েল

প্রকাশিত: ২৩:৫১, ১৪ আগস্ট ২০২০

বিশেষ নাটকে কেয়া পায়েল

সংস্কৃতি ডেস্ক ॥ শোক দিবসের বিশেষ নাটকে অভিনয় করেছেন এ সময়ের আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাকে ঘিরে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আমাদের খোকা’। নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন ধর। গত ১১ ও ১২ আগস্ট রাজধানীর উত্তরাতে এই নাটকের শূটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে কেয়া পায়েল অভিনয় করেছেন বকুল চরিত্রে। এতে অভিনয় প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, বকুল চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। এই চরিত্রটিতে অভিনয়ের জন্য আমাকে বেশ প্রস্তুতি নিয়েই অভিনয় করতে হয়েছে। মেকাপ ছাড়া একেবারে স্বাভাবিকভাবেই আমাকে উপস্থাপন করতে হয়েছে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি বকুল চরিত্রটি ফুটিয়ে তুলতে। এবারের শোক দিবসে বিশেষ নাটকের তালিকায় আমার নাটকটিও থাকবে, এই বিষয়টি আমাকে বেশ পুলকিত করছে। কারণ ‘আমাদের খোকা’ খুব চমৎকার গল্পের একটি নাটক। আমার অভিজ্ঞতার ঝুলিতে এটি উল্লেখ করার মতো একটি কাজ হয়ে থাকবে। কেয়া পায়েল জানান, ১৫ আগস্ট শোক দিবসে বাংলা ভিশনে নাটকটি প্রচার হবে। এদিকে আগামী ১৭ আগস্ট থেকে কেয়া পায়েল ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘জীবন এতো ছোট কেন’র শূটিং শুরু করবেন। টানা এগারো দিন তিনি এই ধারাবাহিকের শূটিং-এ অংশ নেবেন। এটি নির্মাণ করবেন নাট্যনির্মাতা গোলাম সোহরাব দোদুল। এর পরপরই তিনি ইমরাউল রাফাতের নির্দেশনায় কয়েকটি খ- নাটকের কাজ করবেন। কেয়া পায়েল জানান, এখন থেকেই তিনি ভাল গল্পের নাটকের প্রতি মনোযোগ দেবেন।
×