ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশে শান্তি বজায় রাখার আহ্বান থাই রাজার

প্রকাশিত: ২৩:৪৯, ১৪ আগস্ট ২০২০

দেশে শান্তি বজায় রাখার আহ্বান থাই রাজার

থাইল্যান্ডের বিতর্কিত রাজা মহা ভাজিরালংকর্ন জনগণকে দেশে ‘শান্তি’ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তবে তিনি সম্প্রতি দেশটিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায় নীরবতা পালন করেছেন। বুধবার মন্ত্রিসভার নতুন ছয় সদস্যকে শপথবাক্য পাঠ করান থাই রাজা। দেশের শক্তিশালী রাজতন্ত্র পরিবর্তনের জোরালো দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। মহা ভাজিরালংকর্ন এদিন মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা আজ যেভাবে শপথ করলেন, সেভাবে সুস্বাস্থ্য বজায় রেখে বিজ্ঞতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করবেন’।’ ২০১৬ সালে বর্তমান রাজার পিতার মৃত্যু এবং রাজতন্ত্র সংস্কারের আন্দোলনের পর এই প্রথমবার বুধবার মহা ভাজিরালংকর্ন জনসম্মুখে উপস্থিত হন। থাই রাজা দেশের প্রধান কর্তা ব্যক্তিত্ব। অনুষ্ঠানে তিনি ‘জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেন’। তবে এ সময় তিনি শিক্ষার্থীদের বিক্ষোভ বিষয়ে কিছু বলেননি। দেশটিতে রাজতন্ত্রের বিরুদ্ধে কটুবাক্য বলা বা রাজতন্ত্র নিয়ে কটাক্ষ করার শাস্তি সর্বোচ্চ ১৫ বছরের কারাদন্ড। মন্ত্রিসভার ছয় সদস্যের মধ্যে ব্যাংক সেক্টরের নির্বাহী প্রিডি ডোয়াচিকে অর্থমন্ত্রী এবং সুপাত্তানাপোং পুনমিকাকে জ্বালানিমন্ত্রী করা হয়েছে। রাজতন্ত্রের সংস্কারপন্থী ওই বিক্ষোভকারীরা প্রায়ুথ সরকারকে ভেঙ্গে দিয়ে নতুন সরকার গঠনেরও আহ্বান জানিয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী প্রায়ুথ জানান, বিক্ষোভকারী শিক্ষার্থীরা ‘মাত্রা ছাড়িয়ে গেছে’। বিক্ষোভ থেকে সংস্কারের ১০ দফা দাবি জানানো হয়েছে। -আলজাজিরা
×