ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১০ লাখ জাপানীর লাশ মেলেনি

প্রকাশিত: ২৩:৪৮, ১৪ আগস্ট ২০২০

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১০ লাখ জাপানীর লাশ মেলেনি

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার প্রায় ৭৫ বছর অতিবাহিত হলেও এশিয়ায় নিহত জাপানের অন্তত ১০ লাখ মানুষের অস্তিত্ব এখনও খুঁজে পাওয়া যায়নি। ২০ শতকের শুরুতে এশিয়ায় জাপানের সেনাবাহিনীর দখলদারিত্বের সময় জাপানের ২৪ লাখ সৈন্যের প্রায় অর্ধেকই নিখোঁজ হয়। সে সময় তারা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপসহ চীনের উত্তরাঞ্চল, মঙ্গোলিয়া ও রাশিয়ায় নিজেদের আগ্রাসন চালায়। শনিবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যুদ্ধ শেষ হওয়ার বার্ষিকীতে ওই সব শহীদদের খুঁজে দেখার বিষয়ে তাদের পরিবারগুলোকে আশ্বস্ত করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, অন্তত ৫ লাখ শহীদের অস্তিত্ব খুঁজে বের করা যাবে, আর বাকি যে অর্ধেক সাগরে পতিত হয়েছে বা তাদের কবর দেয়া হয়েছে তাদের পাওয়া যাবে না। দেশটির শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা ও রাজনৈতিক কারণে ওই সব দেহাবশেষ উদ্ধার করা সম্ভব নয়। মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, নিহত হওয়ার স্থান নির্বাচন, শহীদের পরিবারের বয়োজেষ্ঠ্যরা বেঁচে না থাকাসহ বিভিন্ন কারণে অনেক শহীদের খোঁজ নেয়া কঠিন হয়ে পড়বে। গত ২০১৬ সালে দেশটির পার্লামেন্টে পাসকৃত নতুন একটি আইনে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সঙ্গে মিলে যুদ্ধে নিহতদের ডিএনএ টেস্ট ও সহযোগিতা করার কথা বলা হয়েছে।-এপি
×