ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা জালিয়াতি

সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

প্রকাশিত: ২৩:২৭, ১৪ আগস্ট ২০২০

সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

কোর্ট রিপোর্টার ॥ করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণা ও জাল-জালিয়াতিতে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাঃ সাবরিনা চৌধুরী ও তার স্বামী প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২০ আগস্ট ঠিক করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ঠিক করেন। এ মামলায় নিযুক্ত সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জানান, রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু শুনানি করেন। আসামি পক্ষে মামলার ডকুমেন্টের সার্টিফাইড কপি না পাওয়ায় সময় আবেদন করেছিলেন। যার শুনানির পর আদালত মঞ্জুর করে। অন্যদিকে আসামি ডাঃ সাবরিনা চৌধুরী ও তার স্বামী প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরীসহ ৮ জনের পক্ষেই জামিনের আবেদন করা হয়। যার শুনানি শেষে আদালত নাকচ করে। গত ৫ আগস্ট এ মামলায় ঢাকা সিএমএম আদালতে ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী আসামিদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। চার্জশীটের অপর অভিযুক্তরা হলেন, আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা আক্তার পাটোয়ারী, বিপ্লব দাস ওরফে বিপুল দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা রুমা। এ মামলায় গত ২২ জুন জেকেজির সাবেক গ্রাফিক্স ডিজাইনার হুমায়ূন কবীর হিমু ও তার স্ত্রী তানজিলা পাটোয়ারীকে আটক করে পুলিশ। হিমু স্বীকারোক্তি দিয়ে জানায়, সে ভুয়া করোনা সার্টিফিকেটের ডিজাইন তৈরি করত। যার সঙ্গে জেকেজি গ্রুপের লোকজন জড়িত। ওই তথ্যের ভিত্তিতে পুলিশ জেকেজির সিইও আরিফুলসহ চারজনকে আটক করে। সিইওকে জানায়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাঃ সাবরিনা চৌধুরীর জ্ঞাতসাারেই সব কিছু হয়েছে। এরপর গত ১২ জুলাই ডাঃ সাবরিনা চৌধুরী গ্রেফতার হন। রিমান্ড শেষে সকল আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন। ডাঃ সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক।
×